- Advertisement -
যশোর সদর উপজেলার আরবপুর এলাকার চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে গাঁজা বিক্রির সময়হাতে নাতে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন যশোর শহরতলী আরবপুর এলাকার গোলাম মোস্তফা ওরফে কালার ছেলে জসিম উদ্দিন ও একই এলাকার মৃত রেজাউল ইসলামের ছেলে জনি ইসলাম। এ ঘটনায় মাদক আইনে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
কসবা পুলিশ ফাঁড়ি সূত্রে জানাগেছে, মঙ্গলবার রাত পৌনে ১১ টায় গোপন সূত্রে খবর পান শহরের বিমান অফিস মোড়স্থ ইকবাল হোসেনের ঔষধের দোকানে আশপাশে গাঁজা বেচাকেনা হচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে সেখানে উপস্থিত হলে পুলিশের উপস্থিত টের পেয়ে গাঁজা বিক্রেতা দু’জন দৌড়ে পালাবার কালে গ্রেফতার হয়। পরে জসিম উদ্দিনের দখল হতে ৬০ গ্রাম ও জনি ইসলামের দখল হতে ৪০ গ্রাম গাঁজা উদ্ধার দেখায়। পরে তাদেরকে কোতয়ালি মডেল থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা করা হয়।
রাতদিন সংবাদ
- Advertisement -