যশোর জেলা আইনজীবী সমিতির সামনে থেকে এক যুবককে ছুরিকাঘাত করেছে সন্ত্রাসীরা। শনিবার রাত ৯টা ৩০ মিনিটের সময় এ ঘটনা ঘটে। আহত শরিফুল যশোর শহরের আরএনরোড এলাকার ওহাবের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত নয়টার পর শরিফুল ও তার দুই বন্ধু মটরসাইকেলে যশোর জেলা আইনজীবী সমিতির ২ নং ভবনের সামনে চা খেতে আসেন। তারা চা খাওয়া শেষে রাস্তার ওপারে যেয়ে মটরসাইকেলে উঠছিল এমন সময় আগে থেকে উৎ পেতে থাকা দুইজনের মধ্যে একজন শরিফুল কে ছুরিকাঘাত করে। এসময় শরিফুলের সাথে থাকা দুইজন সহ স্থানীয়রা সন্ত্রাসীদের ধাওয়া করলে টাউন হল মাঠের দিকে সন্ত্রাসীরা দৌড়ে পালিয়ে যায়।পরে শরিফুলকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার অমিও দাস জানান, হাসপাতালে আসার পর তাকে প্রথমে ভর্তি করা হয়। তার শরীর থেকে প্রচন্ড রক্তক্ষরণ হচ্ছিল। পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেলে রেফার করা হয়েছে।
রাতদিন সংবাদ