যশোর সদর উপজেলার ৫২ জন মুক্তিযোদ্ধার ভাতা স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে। গত ২৯ সেপ্টেম্বর সোনালী ব্যাংক কালেক্টরেট ভবন শাখার ম্যানেজারকে এ নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। ওইপত্রে উপজেলা সমাজসেবা অফিসারও স্বাক্ষর করেছেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশে এ ভাতা বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন তারা। এ ধরনের নির্দেশের বিষয়ে মুক্তিযোদ্ধাদের বক্তব্য,এটি আদালত অবমাননার সামিল। বিষয়টি জানাজানির পর স্থানীয় মুক্তিযোদ্ধাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
ভাতা বন্ধের আদেশে ২০১৯ সালের ৮ আগস্টের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক পত্রের উদ্ধৃতি দেওয়া হয়েছে। উল্লেখ করা হয়েছে ৫২ জন মুক্তিযোদ্ধা সদর উপজেলা যাচাই বাছাই কমিটি কর্তৃক ‘গ’ তালিকাভুক্ত। অর্থাৎ ভারতীয় তালিকা, লাল মুক্তিবার্তা ও বিভিন্ন সামরিক বাহিনীর তালিকায় তাদের নাম নেই। এর প্রেক্ষিতে ২০১৯ সালের আদেশের প্রেক্ষিতে ভাতা বন্ধের নির্দেশ দেওয়া হয়।
সূত্র জানায়, ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে যশোর সদর উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটি যশোরের ৭২ জনকে ‘গ’ তালিকাভুক্ত করা হয়। এরপর তাদের সম্মানী ভাতা বন্ধ করে দেওয়া হয়। তখন তারা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে আপিল করেন। একইসাথে ২০১৮ সালে হাইকোর্টে এ বিষয়ে রিট করেন মুক্তিযোদ্ধারা। ২০১৯ সালে হাইকোর্টের নির্দেশে ফের তাদের ভাতা প্রদান করা হয়। এরমধ্যে গত ২৯ সেপ্টেম্বর ওই ৭২ জনের মধ্যে ৫২ জনের ভাতা বন্ধের নতুন করে নির্দেশ আসে।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান বলেন, ৭২ জন রয়েছেন যারা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ে ‘গ’ তালিকায় অন্তর্ভুক্ত রয়েছেন। তাদের মধ্যে ২০ জন ইতিমধ্যে প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে নিজেদের প্রমাণ করেছেন। বাকি ৫২ জনের বিষয়ে ২০১৯ সালে মন্ত্রণালয় থেকে পত্র এসেছিল ভাতা বন্ধের জন্যে। তবে, দেশের সকল উপজেলায় ‘গ’ তালিকাভুক্ত মুক্তিযোদ্ধাদের ভাতা বন্ধ রয়েছে। শুধুমাত্র যশোর সদর উপজেলায় এ ভাতা চালু ছিল। মন্ত্রণালয় থেকে মোবাইল ফোনের মাধ্যমে তাকে জরুরি ভিত্তিতে ভাতা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। তার প্রেক্ষিতে তিনি এ নির্দেশ দিয়েছেন।
এ বিষয়ে ভাতা বন্ধ হওয়া কয়েকজন মুক্তিযোদ্ধা বলেন, এই নির্দেশ আদালত অবমাননার সামিল। বৃদ্ধ বয়সে এসে এ ধরনের আচরণ কোনোভাবে কাম্য না। তারা ভাতা চালুর দাবি জানান। বিষয়টি নিয়ে তারা ফের উচ্চ আদালতের আশ্রয় নেবেন বলে জানিয়েছেন।
এ বিষয়ে মুক্তিযুদ্ধকালীন মুজিব বাহিনীর উপপ্রধান রবিউল আলম বলেন, বিষয়টি নিয়ে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে আপিল করেছেন ভুক্তভোগীরা যার শুনানী এখনো হয়নি। এছাড়া,হাইকোর্টের নির্দেশও রয়েছে ভাতা চালু রাখার। অথচ এরমধ্যে ভাতা বন্ধ করে দেওয়াটা মুক্তিযোদ্ধাদের জন্যে লজ্জাকর ও আদালত অবমাননার সামিল।
রায়হান উদ্দীন