Monday, September 16, 2024

যশোরে ৩ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

- Advertisement -

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে যশোরে জেলা পর্যায়ের সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সম্মেলনকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।জেলার সিভিল সার্জন শেখ আবু শাহীনের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন- সিনিয়র জেলা তথ্য কর্মকর্তা এএসএম কবীর, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।কর্মশালায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের বিভিন্ন বিষয় তুলে ধরেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল কর্মকর্তা রেহেনেওয়াজ।সিভিল সার্জন শেখ আবু শাহীন জানান, স্বাস্থ্যবিধি মেনে আগামী ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত সপ্তাহে চারদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলার দুই হাজার ২৮৮টি কেন্দ্রের মাধ্যমে তিন লাখ ২০ হাজার ৭৩৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ৬-১১ মাস বয়সী শিশু ৩৭ হাজার ৩৫ জন ও ১২-৫৯ মাস বয়সী শিশু দুই লাখ ৮৩ হাজার ৭০২ জন রয়েছে।

রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত