Wednesday, September 18, 2024

যশোরে ১৭ লাখ টাকা ছিনতাই মামলায় তিন সাক্ষীর জবানবন্দি

- Advertisement -

যশোরে বোমা ফাটিয়ে ১৭ লাখ টাকা ডাকাতির ঘটনায় শুক্রবার ৩ সহোদর সাক্ষী আদালতে জবানবন্দি প্রদান করেছেন ।জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহাদী হাসান ওই ৩ সহোদরের জবানবন্দি গ্রহণ করেন বলে নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইনসপেক্টর তুষার কুমার মন্ডল। ওই সাক্ষীরা হচ্ছেন-শহরের পূর্ব বারান্দীপাড়া খালপাড় এলাকার শাহাজানের ছেলে কালু, বিল্লাল ও শুকুর আলী। এর মধ্যে কালু ডাকাতির সাথে জড়িত আরাফাত ওরফে রাজুর বন্ধু। তার বাড়িতে বসে দুর্বৃত্তরা লুটের টাকা ভাগাভাগি করেছিলো।
উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর দিনদুপুরে শহরের এম রোডস্থ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সামনে বোমা ফাটিয়ে ও ছুরিকাঘাত করে এনামুল হক নামে এক যুবকের কাছ থেকে ১৭ লাখ টাকা লুট করে নিয়ে যায় দুর্বৃত্তররা। পুলিশ এ ঘটনায় জড়িত ৫ জনকে ইতোমধ্যে আটক ও খোয়া যাওয়া প্রায় আড়াই লাখ টাকা উদ্ধার করেছে।

রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত