যশোরে বিপ্লব মোল্যা (২৭) নামে এক যুবক হত্যার অভিযোগে স্ত্রীসহ তিনজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন হোসাইন পুলিশের চাওয়া রিমান্ড আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। আসামিরা হলেন , যশোর সদর উপজেলার বড় ভেকুটিয়া কলোনী মোড় ফারুকের বাড়ির ভাড়াটিয়া আছির উদ্দিনের মেয়ে কুলসুম আক্তার ওরফে কুলসুম,সদর উপজেলার জগমোহনপুর উত্তরপাড়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে তাসবিরুল হোসেন হোসেন হৃদয় ও ইছালী পূর্ব পাড়ার আবু তাহের এর ছেলে আব্দুল মতিন। ময়না তদন্ত রিপোর্ট হত্যা করা হয়েছে প্রমান পাওয়ার পরই ১৮ আগষ্ট তাদের আটক করা হয়।
যশোর সদর উপজেলার কামার গন্না মধ্যপাড়ার মৃত আব্দুল হাসেম এর ছেলে ইউনুচ আলী বাদী হয়ে গত মঙ্গলবার রাতে কোতয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ছেলের বউ কুলসুম আক্তার ওরফে কুলসুম,তাসবিরুল হোসেন ওরফে হৃদয়, আব্দুল মতিনসহ অজ্ঞাতনামা ১/২ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করেন। মামলায় উল্লেখ করেন, বিগত ৮ বছর পূর্বে ছেলে বিপ্লব মোল্যার সাথে কুলসুম আক্তার ওরফে কুলসুমের বিয়ে হয়। বিয়ের পর বিপ্লব মোল্যার ঔরষে মেহেদী হাসান শাকিব (৬) ও রবিউল ইসলাম নিহাত (৪) ছেলে জন্ম গ্রহন করেন। বিপ্লব মোল্যা যশোর শহরতলী পালবাড়ী ঘোষ পাড়া সাজ্জাদ এর বস্তির একটি টিন সেট বাড়িতে ভাড়া থাকতো। গত ৩ জুন রাত ১১ টা থেকে দিবাগত রাত পৌনে ৩ টার মধ্যে বিপ্লব মোল্যা মারা গেছে বলে তাসবিরুল হোসেন ওরফে হৃদয় ও আব্দুল মতিন এ্যাম্বুলেন্স যোগে ইউনুচ আলীর বাড়িতে গিয়ে জানায়। ওই রাতে ইউনুচ আলী বড় ছেলে সাইফুল ইসলাম ও তার স্ত্রী জবেদা বেগমকে নিয়ে উক্ত এ্যাম্বুলেন্স যোগে পালবাড়ী ঘোষ পাড়া সাজ্জাদ এর বস্তিতে যেয়ে দেখেন বিপ্লব মোল্যা কাত হয়ে পড়ে আছে। দ্রুত তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করে। এ ব্যাপারে গত ৪ জুন কোতয়ালি মডেল থানায় অপমৃত্যু মামলা রুজু হয়। পরে বিপ্লব মোল্যার পিতা লাশ বুঝে নিয়ে দাফন সম্পন্ন করেন। ময়না তদন্ত রিপোর্ট সম্পন্নকারী যশোর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রভাষক বাবলু কিশোর বিশ্বাস ১৮ আগষ্ট রিপোর্টে উল্লেখ করেন, নিহত ব্যক্তিকে শ্বাসরোধ পূর্বক আঘাত জনিত কারনে হত্যা করা হয়েছে। ময়না তদন্তর রিপোর্ট থানা পুলিশের মাধ্যমে পেয়ে ছেলের বউ সহ তিনজনের নামসহ অজ্ঞাতনামা ১/২জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ মঙ্গলবার ১৮ আগষ্ট রাতে কুলসুমসহ তিন জনকে গ্রেফতার করে বুধবার আদালতে সোপর্দ করে। একই সাথে রিমান্ডের আবেদন জনান।
রাতদিন সংবাদ