যশোরে স্প্রীডের সাথে কীটনাশক মিশিয়ে তা খাইয়ে দিয়ে হত্যার চেষ্টার অভিযোগে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। সদর উপজেলা তেঘরি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আব্দুস সবুর (৩০) বাদী হয়ে মামলা করেন।এ ঘটনায় একই গ্রামের কামাল হোসেনের ছেলে আসামি তাসিম হোসেনকে (১৫) পুলিশ আটক করেছে। মামলায় তাসিম সহ অজ্ঞাত আরো ২/৩জনকে আসামি করা হয়েছে।
মামলায় বাদী উল্লেখ করেন, তার ছেলে আব্দুল্লাহ আল মামুন (১৬) ঝিকরগাছা এম এল স্কুলে মানবিক বিভাগে লেখাপড়া করে। বিবাদি তার ছেলের বন্ধু। তারা এক সাথে চলাফেরা করতো। কিন্তু অজ্ঞাত কারণে তাদের সম্পর্ক নষ্ট হয়। এরপর থেকে বিবাদি তাসিম তার ছেলের ক্ষতি করার হুমকি দিত। ২৬ সেপ্টেম্বর শনিবার রাতে মামুন খাওয়া দাওয়া করে ঘুমাতে যায়। এ সময় তাসিম তাদের বাড়ি এসে মামুনকে কথা আছে বলে বাইরে ডেকে তেঘরি সরকারি প্রাইমারী স্কুল মোড়ে বাবুলে দোকানের সামনে নিয়ে যায়। সেখান থেকে তাসিম একটি স্প্রিড ক্যান কিনে খাওয়ার কথা বলে মামুনকে পূর্ব দিকে মসজিদের পিছনের রাস্তার উপর নিয়ে যায়। বিবাদি তাসিম প্রথমে স্প্রীড অর্ধেক খেয়ে রাতের আধারে কৌশলে কীটনাশক ফুরাডিন মিশিয়ে মামুনকে খেতে দেয়। মামুন স্প্রীড খেয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে তার ভাগ্নে রনি খুজতে বাইরে বের হলে দেখতে পায় মসজিদের পিছনে রাস্তার উপর মামুনকে কিলঘুষি মারছে। রনির চিৎকারে আমরা বাইরে বের হলে তাসিম পালিয়ে যাওয়ার সময় তাসিমকে ধরে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
রাতদিন সংবাদ