Monday, November 11, 2024

যশোরে স্থাপন করা হবে ৪৬ হাজার স্মার্ট প্রি-পেমেন্ট মিটার

- Advertisement -

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি বলেছেন, উন্নয়ন কর্মকান্ডে অনেক এগিয়েছে যশোর জেলা। তারই ধারাবাহিকতায় জেলায় প্রথম পর্যায়ে প্রায় ৪৬ হাজার স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপন করা হবে। এছাড়া সারাদেশে প্রায় চার কোটি স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপনের টার্গেট রয়েছে সরকারের। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই দেশে এক কোটি মিটার স্থাপন করা হবে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে যশোরের জেলা প্রশাসকের সভাকক্ষে স্মার্ট প্রি-প্রেমেন্ট মিটার স্থাপনের ভার্চ্যুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য যশোরের বৈদ্যুতিক লাইন মাটির নিচ দিয়ে নেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ইতোমধ্যে কনসালটেন্ট নিয়োগ করে এ কাজ শুরু হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই কাজ দৃশ্যমান করার জন্য সংশ্লিষ্টদের উদ্যোগী হওয়ার নির্দেশনা দেন মন্ত্রী।
যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি, যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। এছাড়া সভায় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, ওজোপাডিকো’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত