Wednesday, September 18, 2024

যশোরে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর প্রতারণা মামলা

- Advertisement -

যশোরের বেনাপোলে ব্যবসায়ী স্বামীর কাছ থেকে নগদ টাকা, গহনাসহ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়ার অভিযোগে স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ মামলার বাদী স্বামী তার স্ত্রী ছাড়াও শ্বশুর ও শাশুড়িকে আসামি করেছেন। রোববার মামলাটি করেছেন বেনাপোল পোর্ট এলাকার খড়িডাঙ্গা গ্রামের মৃত আলহাজ আলী কদরের ছেলে জাহাঙ্গীর আলম। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম বাদীর অভিযোগ আমলে নিয়ে বেনাপোল পোর্ট থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।<br>মামলায় বাদী উল্লেখ করেন, ২০১৭ সালের ১৯ জুন লাকী খাতুনের সাথে তার তিন লাখ টাকা দেনমোহরে বিয়ে হয়। বিয়ের পর থেকে ২০১৯ সালের ২০ মে পর্যন্ত স্ত্রী জমি, সোনার গহনা, নগদ টাকা ও বিভিন্ন আসবাবপত্র হাতিয়ে নেন। যার মুল্য ৩৫ লাখ ৩০ হাজার পাঁচশ’ টাকা। এরপরও স্ত্রী আরও সম্পত্তি দাবি করেন। এ কাজে লাকীকে তার বাবা-মা উৎসাহ দেন। এক পর্যায়ে স্বামীকে চাপ প্রয়োগ করতে থাকেন লাকী। <br>সর্বশেষ গত ১৬ জুন লাকী তার স্বামীকে তালাকের নোটিস প্রদান করেন। পরে বাদী তার দেয়া টাকা, গহনা, আসবাবপত্র ফেরত চাইলে তাকে প্রাণনাশের হুমকি দেন আসামিরা

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত