Monday, November 11, 2024

যশোরে স্ত্রীর আত্মহত্যায় স্বামীর প্ররোচনা!

- Advertisement -

বিশেষ প্রতিনিধি
প্রথম স্ত্রী মোছাঃ আনজিরা বেগম (৪৮)কে আত্মহত্যা প্ররোচনা করার অভিযোগে সৈয়দ পুর ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল কাইয়ূম শেখসহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি করেছেন,আত্মহত্যাকারী গৃহবধূর ভাই বদিরুজ্জামান শেখ। প্রিন্সিপাল কাইয়ূম শেখ যশোর শহরের পুরাতন কসবা পুলিশ লাইন মৃত পিজারুদ্দিনের ছেলে।
ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার দরুনা গ্রামের আব্দুল মজিদ শেখ এর ছেলে বদিরুজ্জামান শেখ রোববার দিবাগত গভীর রাত ১২ টার পর যশোর কোতয়ালি মডেল থানায় কাইয়ূম শেখ এর বিরুদ্ধে মামলা দিয়ে বলেছেন,প্রায় ৩০ বছর তার বোন আনজিরা বেগম এর সাথে কাইয়ূম শেখ এর বিয়ে হয়। বিয়ের পর আনজিরা বেগম দুই ছেলে জন্ম দেন। বর্তমানে দু’জন ছেলের বড় জন একাদশ শ্রেনীতে ভর্তি প্রার্থী। বিগত ৮ বছর পূর্বে প্রথম স্ত্রী আনজিরা বেগম সুস্থ্য থাকা সত্বেও কাইয়ূম শেখ শাকিলা পারভীনকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করে। বিয়ের পর থেকে কাইয়ূম শেখ আনজিরা বেগমের সাথে খারাপ ব্যবহার করতো। দ্বিতীয় বিয়ে করার পর থেকে ভরন পোষন পর্যন্ত সময় মতো দিতো না। এ নিয়ে প্রায় তাদের মধ্যে ঝগড়া বিবাদ বাধতো। ইতিপূর্বে কাইয়ূম শেখ আনজিরা বেগমকে বিষ খেয়ে আত্মহত্যা করতে বলে। সম্প্রতি গত রোববার সকালে কাইয়ূম শেখ বড় ছেলেকে কলেজে ভর্তির ব্যাপারে যশোর বাড়িতে আসে। এরই মাঝে আনজিরা বেগমকে বকাঝোকার এক পর্যায় মারপিট পর্যন্ত করে। তাকে আত্মহত্যা করতে বললে আনজিরা বেগম রোববার দুপুর সোয়া ১ টায় কীটনাশক পান করে। কাইয়ূম শেখ আনজিরা বেগমে হাসপাতালে ভর্তি না করে সেখান থেকে চলে যায়। ছেলেরা চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় আনজিরা মারা যায়। আনজিরা বেগমকে আত্মহত্যার ব্যাপারে স্বামী কাইয়ূম শেখসহ অজ্ঞাতনামা ২/৩জন জড়িত বলে বাদী মামলায় উল্লেখ করেন।

রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত