যশোরে ঔষধ কোম্পানীর প্রতিনিধি সুইট নিহতের ঘটনায় ঈগল পরিবহনের ঘাতক বাসচালকের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমাদিয়েছে পুলিশ। অভিযুক্ত ড্রাইভার সহিদুল ইসলাম সদর উপজেলার শাখারীগাতী গ্রামের মাজেদ মোল্লার ছেলে। চাঁচড়া ফাঁড়ির এসআই আ ফ ম মনিরুজ্জামান তদন্ত শেষে এ চার্জশিট জমাদেন। নিহত সুইট যশোর সদর উপজেলার বড় মেঘলা গ্রামের মৃত বেলায়েত আলীর ছেলে আবুল কালাম। এ ঘটনায় আবুল কালাম কোতোয়ালি থানায় মামলা করেন। মামলায় উল্লেখ করা হয়,তার ছেলে সুইট (২৪) একটি ঔষধ কোম্পানীতে যশোরের ঝিকরগাছা এলাকায় দায়িত্ব পালন করে আসছিলেন। চলতি বছরের পহেলা জানুয়ারী সন্ধ্যারাতে সুইট ঝিকরগাছা থেকে মোটর সাইকেল যোগে বাড়িতে ফিরছিল। সুইট তেঘরিয়া গ্রামস্থ নতুন হাট বাজারের কাছে পৌছালে যশোর গামী ঈগল পরিবহনের একটি বাস যার নম্বর (ঢাকা মেট্টো ব-১৫-৩৩০৭) সুইটকে ধাক্কা মেরে দ্রুত চলে আসে। স্থানীয় লোকজন সুইটকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা রেফার্ড করা হয়। সেখানেও কোনো অগ্রগতি না হলে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পথে যশোর পর্যন্ত পৌাঁলেই যশোর জেনারেল হাসপাতালে আনা নিয়ে যাওয়া হয়। আর সেখানেই সুইট মারা যায়। এদিকে, দূর্ঘটনার পর ঘাতক বাসটিকে চাঁচড়া ফাঁড়ি পুলিশ জব্দ করলে চালক পালিয়ে যায়। পরে পুলিশ তাকে আটক করে আদালতে সোপর্দ করে। এদিকে, মামলার তদন্তে বেরিয়ে আসে, বেপোরোয়া ভাবে গাড়ি চালাচ্ছিল সহিদুল। ঘটনাস্থলে পৌছাঁলে বাসটি পেছনদিক থেকে সুইটকে স্বজরে ধাক্কা দিয়ে সুইটকে গুরুতর আহত করে।
রাতদিন সংবাদ