বিশেষ প্রতিনিধিঃ যশোর সদর উপজেলার বিরামপুর হফেজ পাড়া এলাকায় দেশী শাড়ী বিক্রির অন্তরালে একটি সিন্ডিকেট ফেনসিডিল,ইয়াবা,গাঁজা বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। চক্রটির মূল হোতা নারী হওয়ায় এলাকাবাসী পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন।
স্থানীয় সূত্রগুলো জানান,যশোর সদর উপজেলার বিরামপুর হাফেজপাড়ার মোছাঃ নাছিমা বেগম নামে এক নারী দেশী শাড়ী বিক্রিকে পুঁজি করে অধিক লাভের আশায় ফেনসিডিল,ইয়াবা ও গাঁজা বিক্রি করছেন। তার মনোনীত খরিদ্দারের চাহিদা মোতাবেক তিনি চরম সর্তকতার সাথে উক্ত মাদকদ্রব্য নিজ দখলে রেখে সুযোগ বুঝে প্রদান করেন। উক্ত নারী দেশী শাড়ী বিক্রির অজুহাতে বিরামপুরসহ আশপাশ এলাকায় যে সব মাদক সেবনকারী উঠতি বয়সের যুবক রয়েছে তাদের সাথে তার রয়েছে সখ্যতা। তিনি সেবনকারী যুবকদের চাহিদা মোতাবেক ফেনসিডিল,ইয়াবা,গাঁজা বিভিন্নস্থান থেকে সংগ্রহ করে বিরামপুর এলাকা ও তার আশপাশ এলাকায় নিয়ে বিক্রি করে থাকে। নাছিমা বেগমের কারণে বিরামপুর ও তার আশপাশ এলাকায় উঠতি বয়সের যুবক মাদক সেবন করে এলাকার পরিবেশ বিনষ্ট করে করে তুলেছেন। সূত্রগুলো দাবি করেছেন,নাছিমা তার পরনের শাড়ীর অন্তরালে মাজায় মাদকদ্রব্য রেখে সে দেশী শাড়ী বিক্রির নামে এলাকা চষে বেড়ায়। অধিক লাভের আশায় সে মাদকদ্রব্য বিক্রি করে বড় লোক হওয়ার স্বপ্নে বিভোর। অবিলম্বে উক্ত নারীর গতিবিধি লক্ষ্য করে তাকে মাদকসহ গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনার জন্য এলাকাবাসী দাবি জানিয়েছেন।
যশোরে শাড়ী বিক্রির অন্তরালে মাদক বিক্রি করছে এক নারী !
- Advertisement -
- Advertisement -