- Advertisement -
শুক্রবার বাংলা সংস্কৃতি চর্চা কেন্দ্র লাল সবুজের উদ্যোগে বাউল সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্যবিধি বজায় রেখে সীমিত পরিসরে এ অনুষ্ঠান শহরের চারখাম্বা মোড়ের সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। লাল সবুজের উপদেষ্টা প্রবীণ সাংবাদিক মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা পর্বে প্রধান অতিথি ছিলেন যশোর কর্মসংস্থান ব্যাংকের শাখা ব্যবস্থাপক ভীস্মদেব বাড়ৈ। বিশেষ অতিথি ছিলেন গড়বো সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন মানিক। সভা সঞ্চালনা করেন লাল সবুজের সমন্বয়কারী সুমন চক্রবর্তী। সংগীত সন্ধ্যায় বাউল গান পরিবেশন করেন বাউল মকবুল হোসেন, জাহাঙ্গীর আলম, মফিজুল ইসলাম মফিজ ও আজিজুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুকুমার চক্রবর্তী ও লাল সবুজের অধ্যক্ষ স্বরোজিৎ মন্ডল ।
রাতদিন সংবাদ
- Advertisement -