Wednesday, September 18, 2024

যশোরে র‌্যাবের হাতে আড়াই কেজি গাঁজাসহ এক ব্যবসায়ী গ্রেফতার

- Advertisement -

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা বৃহস্পতিবার ২৭ আগষ্ট রাত সোয়া ১০ টায় বেনাপোল পোর্ট থানার অন্তর্গত নামাজ গ্রামে অভিযান চালিয়ে মাসুদ রানা নাকে এক যুবককে আড়াই কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে। মাসুদ রানা বেনাপোল পোর্ট থানার বৃত্তিআঁচড়া গ্রামের বর্তমানে আব্দুর রাজ্জাক মিয়ার বাড়ির ভাড়াটিয়া আইজদ্দীনের ছেলে।
র‌্যাব-৬ যশোর ক্যাম্প সূত্রে জানাগেছে,বৃহস্পতিবার ২৭ আগষ্ট রাতে গোপন সূত্রে খবর পেয়ে নামাজ গ্রামের আব্দুর রাজ্জাক মিয়ার বাড়ির ভাড়াটিয়া মাসুদ রানার বাড়িতে অভিযান চালায় র‌্যাবের একটি টহলদল। এ সময় মাসুদ রানাকে গ্রেফতার করে। পরে তার দখলে থাকা আড়াই কেজি ওজনের গাঁজা উদ্ধার করে। মাসুদ রানা ও উদ্ধারকৃত গাঁজা বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার মাসুদ রানাকে আদালতে সোপর্দ করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত