- Advertisement -
র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা সোমবার দুপুরে যশোরের অভয়নগর উপজেলার ছোট সুন্দলীকলেজ মোড় এলাকায় অভিযান চালিয়ে আধা কেজি গাঁজাসহ দু’জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, যশোরের মণিরামপুর উপজেলার লাউকুন্ডা গ্রামের আতিয়ার রহমানের ছেলে আলী হাফেজ ও অভয়নগর উপজেলার আমডাঙ্গা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে সোহেল কাজী। সোমবার ৭ সেপ্টেম্বর দুপুর দেড়টায় র্যাবের একটি টহলটিম গোপন সূত্রে খবর পেয়ে মণিরামপুর টু অভয়নগর পাকা রাস্তার উপর ছোট সুন্দলী কলেজ মোড় নামকস্থানে অভিযান চালায়। এসময় দু’জনকে গ্রেফতার করে। পরে তাদের দখল হতে ৫শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে। বিকেলে তাদেরকে অভয়নগর থানায় সোপর্দ কওে মাদক আইনে মামলা দায়ের করেন।
রাতদিন সংবাদ
- Advertisement -