যশোরে রমজান আলী হত্যা মামলার দুই আসামিকে পুলিশ আটক করেছে। আটককৃতরা হলেন, শহরের বেজপাড়া আনসার ক্যাম্প এলাকার শহিদুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম শরিফ ও আয়ুব হোসেনের ছেলে রায়হান হোসেন। সোমবার রাতে তাদের আটক করা হয়।মামলার বিবরণে জানা গেছে, রমজান আলী যশোর শহরের পালবাড়ি মোড়ে আয়শা পল্লীতে জব্বারের বাড়িতে ভাড়া থাকতেন ও রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। ২০১৯ সালের ১৯ ডিসেম্বর বিকেলে পরিচিত একজনে তাকে মোবাইল ফোনে বাসা থেকে ডেকে আনে। ওইদিনই রাত ৮টার দিকে বেজপাড়া তালতলা ফিরোজ উদ্দিন ডলারের বাড়ির পিছনে নিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যা করে। এঘটনায় নিহতের মা শেফালী বেগম বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৭/৮ জনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। এ মামলার অপর আসামিরা হলো, শংকরপুরের ইয়াছিন, নাজির শংকরপুর মাঠপাড়ার রবিউল ইসলাম সুমন, বেজপাড়া তালতাল মোড় কবরস্থান এলাকার বাদলের বাড়ির ভাড়াটিয়া তহিদুল ইসলাম টনি, আরএন রোডের সুজন হোসেন, বেজপাড়া তালতলার মোড়ের রানা ওরফে মাসুদ রানা, চোপদারপাড়া আকবরের মোড়ের সোহেল হাসান নিপু, বেজপাড়ার কালো শরীফ হোসেন, সেলিম হোসেন, আকাশ এবং রায়হান হোসেন, তারেক হাসান, মাহমুদুল হাসান সোহান ও ইব্রাহিম হোসেন জুয়েল।
রাতদিন সংবাদ