Wednesday, September 18, 2024

যশোরে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে মারপিট, ফের বিয়ের হুমকি!

- Advertisement -

যৌতুকের ২লাখ টাকার জন্য গৃহবধু মোছাঃ সুমাইয়া খাতুনকে নির্যাতন করে বাড়ি হতে তাড়িয়ে দিয়েছে এক স্বামী। পরে  শশুর বাড়িতে যেয়ে টাকা না পেয়ে মারপিট স্ত্রীকে বেধড়ক মারপিট করে। এসব  অভিযোগে কোতয়ালি মডেল থানায় একটি মামলা হয়েছে। মামলায় আসামী করেছে, যশোরের কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের বাবর আলী মোড়লের ছেলে রুহুল কুদ্দুস। যশোর সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের আলী আকবরের মেয়ে মোছাঃ সুমাইয়া খাতুন ৫ জুলাই রোববার রাতে কোতয়ালি মডেল থানায় রুহুল কুদ্দুসের বিরুদ্ধে দায়েরকৃত এজাহারে বলেছেন, সাড়ে ৪ বছর আগে রুহুল কুদ্দুসের সাথে সুমাইয়া খাতুনের বিয়ে হয়। মেয়ের সুখের কথা ভেবে যৌতুক বাবদ হিসেবে ১লাখ ৭০ হাজার মূল্যের  হোন্ডা মোটর সাইকেল ,স্বর্ণালংকর ও বিভিন্ন মালামালসহ ৪ লাখ ২০ হাজার টাকার মালামাল প্রদান করেন। বিয়ের পর যৌতুকের ১লাখ টাকা দাবি করে নির্যাতন শুরু করে। এর পর সুমাইয়া খাতুনের এক মেয়ে রুবাইয়া খাতুন জন্ম গ্রহনের পর তার কাছে যৌতুকের ২লাখ টাকা দাবি করে নির্যাতন শুরু করে। গত রমজান মাসে যৌতুকের ২লাখ টাকা দাবি করে বাপের বাড়িতে বের করে দেয়।বাপের বাড়িতে থাকা অবস্থায় রুহুল কুদ্দুসকে দাওয়াত করে বাড়িতে ডাকে। ১১ জুন সকালে দাওয়াত খাওয়ার জন্য শশুর বাড়িতে যায়। রাতে থেকে ১২ জুন সকাল সোয়া ১০ টায় জামাই রুহুল কুদ্দুস স্ত্রী সুমাইয়া খাতুনকে যৌতুকের ২লাখ টাকা দাবি করে। টাকা না দিয়ে রুহুল কুদ্দুস নতুন করে বিয়ে করার হুমকী দিয়ে মারপিট করে। গুরুতর আহত অবস্থায় সুমাইয়া খাতুনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়ার এক পর্যায় ১৪ জুন খুলনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

বিশেষ প্রতিনিধি

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত