বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সাধারণ মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির বৃক্ষ বিতরণ করা হয়েছে। আজ দুপুরে শহরের সিটি কলেজ প্রাঙ্গনে এই বৃক্ষ বিতরণ করা হয়। যশোর জেলা যুবলীগ লীগের পক্ষে বৃক্ষ বিতরণ করেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আরিফুল ইসলাম রিয়াদ। এসময় উপস্থিত ছিলেন শ্রমিক নেতা সেলিম রেজা মিঠু, মিজানুর রহমান মিজু, যুবলীগ নেতা জনি মামুন, জিয়াউল হক জিয়া, ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন, নূর মোহাম্মদ, লাক্কু বিশ্বাস, অপু বসু, সুমন অধিকারি, ইমন হোসেন, তরিকুল ইসলাম, শুকুর আলী প্রমুখ। এসময় আরিফুল ইসলাম রিয়াদ মুজিববর্ষের আহ্বান তিনটি করে গাছ লাগান এই শ্লোগান বাস্তবায়নের জন্য সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবুজ বাংলাদেশ গড়তে বসবাসের উপযোগি একিট সুন্দর দেশ উপহার দিতে চায়। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই সবুজ দেশ বিনির্মাণে অংশীদার হয়ে এদেশকে এগিয়ে নিতে চায়। আসুন আমরা সকলে মিলে একটি বনজ, একটি ফলজ ও একটি ওষুধি বৃক্ষ রোপন করি।
রাতদিন সংবাদ