Tuesday, September 10, 2024

যশোরে মাক্স না পরায় ছয় জনকে জরিমানা

- Advertisement -

বিশেষ প্রতিনিধি
করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহার না করায় বুধবার যশোরে ৬ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডিতের মধ্যে দুজন ফার্মেসি মালিকও রয়েছেন।
পেশকার শেখ জালাল উদ্দিন সাংবাদিকদের জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট কৃষ্ণ চন্দ্রের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বুধবার ১ জুলাই সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত যশোর শহরের ঘোপের বিভিন্ন স্থানে অভিযান চালান। করোনা ভাইরাস প্রতিরোধ লোকজন স্বাস্থ্যবিধি মেনে চলছে কি-না তা তকারকির জন্য এ অভিযান চালানো হয়। এ সময় আদালত মাস্ক ব্যবহার না করায় দুজন ফার্মেসি মালিকসহ ৬ জনকে মোট সাড়ে ৭ হাজার টাকা জরিমানা করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ভ্রাম্যমাণ আদালত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মোড়ের শওকত ফার্মেসির মালিক শওকত মণ্ডল ও ঘোপ জেল রোডের কুইন্স হসপিটালের বিপরীতের ইউনুস ফার্মেসির মালিক ইউনুস আলীকে মাস্ক ব্যবহার না করার অপরাধে দেড় হাজার করে জরিমানা করেছিলেন।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত