Monday, September 16, 2024

যশোরে ভুয়া সাংবাদিক চাঁদাবাজি করতে যেয়ে ধরা

- Advertisement -

যশোরে সাংবাদিকের কার্ড করে দেয়ার নামে টাকা হাতিয়েছেন এক কথিত সাংবাদিক। টাকা নিয়ে কার্ডতো দেয়নি উল্টো টাকা ফেরত চাওয়ায় খুনগুমের হুমকি ও উল্টো চাঁদাদাবি করেছেন। টাকাও হাতিয়ে নিয়েছেন তবে শেষ রক্ষা হয়নি অবশেষে কথিত সাংবাদিক এখন পুলিশের খাঁচায়। এসব অভিযোগে শুক্রবার প্রদীপ কুমার সাহা নামে এক যুবককে আটক করেছে যশোরের নরেন্দ্রপুর ক্যাম্পের পুলিশ। প্রদীপ অভয়নগর উপজেলার রাজঘাট এলাকার রতন সাহার ছেলে। বর্তমানে তিনি যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের রুপদিয়া বাজারের সুরত আলীর বাড়িতে ভাড়া থাকেন।
বাঘারপাড়া উপজেলার আন্দুলবাড়িয়া গ্রামের জয়দেব চক্রবর্তীর ছেলে সুমন চক্রবর্তী অভিযোগ করেছেন, তিনি রুপদিয়া বাজারে তার মামার একটি ওষুধের দোকানে কাজ করেন। প্রদীপ কুমার সাহা প্রায় সময় তার কাছে এসে নিজেকে সাংবাদিক পরিচয় দেয়। সে প্রস্তাব দেয়, ‘তোমাকে এমন একটি কার্ড করে দেবো যে কোন বিপদ হলে কাউকে কার্ডটি দেখালে সমস্যা সমাধান ও তুমি উদ্ধার হয়ে যাবে। তিনিও প্রলোভনে পড়ে প্রথমে তিনি নগদ ২ হাজার টাকা দেন। পরে কার্ড না পেলে তিনি প্রদীপকে জানালে সে হুমকি দেয়। তার কাছে ফের ১৫ হাজার টাকা চাঁদা চান প্রদীপ। চাঁদা না দিলে তাকে খুন জখমের হুমকিও দেন। এরমধ্যে গত ২০ আগস্ট চাঁদার দাবিতে তার কাছে এসে জোর পূর্বক পাঁচ হাজার টাকা নিয়ে যায়। এই ঘটনায় তিনি স্থানীয় ক্যাম্পের পুলিশকে জানালে পুলিশের এসআই গোলাম মোর্তুজা শুক্রবার তাকে আটক করেন।
এবিষয়ে কোতয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) শেখ তাসমীম আলম জানান, আটক প্রদীপ নিজেকে সাংবাদিক পরিচয় দেন। তার কাছে একটি কার্ড উদ্ধার হয়েছে যাতে লেখা আছে ‘ ন্যাশনাল ক্রাইম জার্নালিস্ট অ্যান্ড রাইটস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও নির্বাহী পরিচালক জিএম মিজানুর রহমান। ওই মিজানুর রহমান দৈনিক বাংলাদেশ বার্তার যশোর ব্যুরো প্রধান। এছাড়া হিউম্যাান রাইটস রিভিউ সোসাইটির খুলনা বিভাগীয় সভাপতিও মিজানুর রহমান। আর প্রদীপ এই সংগঠনের খুলনা বিভাগীয় যুগ্ম মহাসচিব। যার বিভাগীয় অফিস রুপদিয়া বাজারেই।
শেখ তাসমীম আলম জানিয়েছেন, কার্ডটি দেখে সন্দেহ হলে তিনি কয়েকজন সাংবাদিককে দেখান। সাংবাদিকরা ভুয়া বলে জানালে তাকে আটক করা হয়। একই সাথে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে বলেও জানান তিনি।
এদিকে আটকের পরে প্রদীপ সাংবাদিক ও পুলিশকে জানান, তিনি কয়েকদিন হলো সাংবাদিকতা যোগ দিয়েছেন। তার নেতা জিএম মিজানুর রহমান তাকে সাংবাদিকতার কার্ডটি দিয়েছেন। মিজানুরের নির্দেশ অনুযায়ীয় তিনি সকল কাজ কর্ম করে থাকেন।

বিশেষ প্রতিনিধি

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত