জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যশোর জেলা কার্যালয় সোমবার সদর উপজেলার ভাতুড়িয়া বাজার ও চাঁচড়া মধ্যপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ডাক্তার না হয়েও দাঁতের চিকিৎসা (অপারেশন) করা, ফিজিশিয়ানস স্যাম্পল বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে মা ফার্মেসি, মেসার্স তপু এন্টাপ্রাইজ, বিশ্বাস স্টোর ও কুবাদ স্টোরকে দশ হাজার, তিন হাজার, এক হাজার পাঁচশ ও এক হাজার পাঁচশত টাকাসহ মোট ষোল হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এ সময় ভাতুড়িয়া বাজার কমিটির সভাপতি, সহ-সভাপতি ও ইউপি মেম্বারের উপস্থিতিতে মা ফার্মেসির স্বত্বাধিকারী আব্দুল আজিজকে কঠোরভাবে সতর্ক করা হয়। অভিযান পরিচালনা করেন প্রতিষ্ঠানের যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব্ তাকে সহযোগিতায় ছিলেন, যশোর কনজুমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (ক্যাব) সদস্য আব্দুর রকিব সরদার ও কোতয়ালি থানার একটি টিম।
রাতদিন সংবাদ