- Advertisement -
যশোরে ভিভো Y20 মডেলের মোবাইল ফোন যশোরে বিক্রি শুরু হয়েছে। বুধবার আনুষ্ঠানিকভাবে কেক কেটে বিক্র্য় কার্যক্রমের উদ্বোধন করেন যশোরের ডিষ্টিবিউটর নিউ তনা টেলিকমের সত্বাধিকারী কামাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন কোম্পানীর এএসএম মোহাম্মদ রুবেল, কর্মকর্তা সুফল ও এ্যনি সরকার। এছাড়াও এসময় উপস্থিত ছিলেন সিটিপ্লাজা দোকান মালিক সমিতির সভাপতি একে আজাদ, মোবাইল প্লাজার মালিক জাকির হোসেন পলাশ প্রমুখ।
রাতদিন সংবাদ
- Advertisement -