যশোর চৌগাছার দূর্গাপুর গ্রামের বৃদ্ধ রওশন আলী সন্তানদের কাছে ভরনপোষন দাবি করে আদালতে মামলা করেছেন। আসামিরা হলো বৃদ্ধের দুই ছেলে মিজানুর রহমান ও তার স্ত্রী জোসনা বেগম এবং মনোয়ার হোসেন ও তার স্ত্রী বুলবুলি। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো.মামুনুর রহমান অভিযোগটি গ্রহণ করে আসামিদের প্রতি সমন জারির আদেশ দিয়েছেন।
মামলা অভিযোগে বাদী উল্লেখ করেন, আসামিরা বাদীর পুত্র ও পুত্র বধূ। বৃদ্ধ রওশন আলী ২৪ শত জমির মালিক। তিনি এ জমিতে চাষ ও বাড়ির সামনে একটি টোং দোকানে উপার্জিত অর্থ দিয়ে সংসার চালাতেন। চলতি বছরের ৭ এপ্রিল বৃদ্ধ রওশন আলীকে দুই ছেলে জোর করে রেজিস্ট্রি অফিসে নিয়ে খুন জখমের হুমকি দিয়ে ২৪ শতক জমি লিখে নেয়। এরপর থেকে তার পুত্র ও পুত্র বধূরা তাদের দুই জনকে আর দেখাশুনা ও ভোরণপোষন দেয় না। গত ৩০ আগস্ট রাতে বৃদ্ধ রওশন আলী ও তার স্ত্রীকে খেতে না দিয়ে গালিগালাজ করে তাড়িয়ে আসামিরা। পরদিন টোং দোকানটি ভেঙ্গে দেয়। বর্তমানে মেয়ের বাড়িতে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছেন তারা দ্ইু জন।
রাতদিন সংবাদ