যশোর শহরের বড়বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কাঁচা মরিচ, পেয়াজ, আলুর বাজারে মঙ্গলবার অভিযান চালিয়েছে ভ্রাম্যমণ আদালত। এসময় মূল্য তালিকা না টানানো, তালিকার অতিরিক্ত মূল্যে কাঁচা মরিচ বিক্রির অভিযোগে ে ৫টি মামলা দিয়ে ৬ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়। একই সাথে অহেতুক মূল্য বৃদ্ধি না করার জন্য সতর্ক করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদুল হাসানের নেতৃত্বে পরিচালিত এ আদালতে আরো উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারি পরিচালক ওয়ালিদ বিন হাবিব এবং জেলা বাজার কর্মকর্তা মোঃ সাজ্জাত হোসেন খান ও পুলিশ সদস্যরা।
রাতদিন সংবাদ
- Advertisement -