করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে যশোরে ফ্রি হোমিওপ্যাথিক চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় হোমিওপ্যাথিক ডর্ক্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে দড়াটানা ভৈরব চত্বরে এ ক্যাম্পের আয়োজন করা হয়। এ সময় এক হাজার মানুষের মধ্যে বিনামূল্যে করোনা প্রতিরোধক ঔষধ আর্সেনিক এল্বাম ৩০ বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য আব্দুস সালাম আজাদ, আরবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, এইচ ড্যাবের কেন্দ্রীয় সহসভাপতি ডাক্তার রফিকুল ইসলাম রতন, দপ্তর সম্পাদক মুনিরুজ্জামান জীবন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক নাজমুল ইসলাম বাবুল, দপ্তর সম্পাদক কামরুল ইসলাম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পী, ডাক্তার মোজ্জামেল হোসেন রাসেল, বিল্লাল হোসেন, আব্দুল ওহাব, অধ্যক্ষ আব্দুল হামিদ, মিজানুর রহমান মিজান, ইয়াসিন নাসিম, নজরুল ইসলাম, শামছুর হক প্রমুখ।
রাতদিন সংবাদ