যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের যশোর সার্কেলের সদস্যরা ৫১ বোতল ফেনসিডিলসহ আলামিন মৃধা (২৬) নামে এক যুবককে আটক করেছে। সে নড়াইল সদর উপজেলার আওরিয়া দত্তপাড়া গ্রামের মোদাচ্ছের মৃধার ছেলে।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর খ সার্কেলের উপপরিদর্শক সৈয়দ নুর মোহাম্মদ জানিয়েছেন, গত বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে গোপন সূত্রে সংবাদ পেয়ে যশোর শহরের পালবাড়ির মোড়ের পলাশের চায়ের দোকানে পাশ থেকে আলামিনকে আটক করা হয়। পরে তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৫১ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এই ঘটনায় কোতয়ালি থানায় একটি মামলা হয়েছে।
রাতদিন সংবাদ
- Advertisement -