Saturday, September 14, 2024

যশোরে প্রতিবেশীর হামলায় স্বামী স্ত্রী জখম ,বাড়ি লুট

এনজিও থেকে ৪০ হাজার টাকা লোন নিয়ে কিস্তি না দিয়ে আত্মগোপনের পর বাড়িতে ফিরে আসায় কিস্তির টাকা চাওয়ায় মারপিটসহ নগদ টাকা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটি যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ক্ষিতিব দিয়া গ্রামে। এ ঘটনায় তিন ভাইবোনসহ অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সদর উপজেলার ক্ষিতিবদিয়া গাজী নুর জালালের ছেলে গাজী মাহমুদুল হাসান বিপ্লব বৃহস্পতিবার রাতে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করেছেন। মামলায় একই গ্রামের চান্দালী কাজীর মেয়ে মোছাঃ রাশিদা বেগম, ভাই তোতা ও সোহরাব হোসেনসহ অজ্ঞাতনামা ৪/৫ জন উল্লেখ করেছে। মামলায় বলা হয়েছে তার স্ত্রী পারভীন গাজী আদদ্বীন এনজিওতে এফ এইচ পদে কর্মরত। রাশিদা পারভীনের মাধ্যমে উক্ত এনজিও থেকে মৌসুমী লোন হিসেবে ৪০ হাজার টাকা গ্রহন করে। লোন নেওয়ার কিছুদিন পর রাশিদা বেগম কিস্তির টাকা না দিয়ে আত্মগোপন করে। অনেকদিন আত্মগোপনের পর ২৮ সেপ্টেম্বও সে বাড়িতে ফিরে আসে। পারভীন গাজীর বাড়ির পাশের্^ রাশিদা বেগমের বাড়ি হওয়ায় বিষয়টি জানতে পেরে ওই দিন দিবাগত রাত ৯ টায় পারভীন গাজী রাশিদা বেগমের বাড়ির উঠানে গিয়ে লোন সংক্রান্ত কিস্তির টাকার কথা তুলেন। এতে ক্ষিপ্ত হয়ে রাশিদা বেগম অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এ সময় পারভীন গাজীকে রাশিদাসহ তার দুই ভাই তোতা ও সোহরাব হোসেন গালিগালাজ শুরু করে। পারভীন প্রতিবাদ জানালে তাকে মারপিটসহ গলায় থাকা ১২ আনা ওজনের স্বর্ণেও চেইন ছিনিয়ে নেয়। স্ত্রীকে মারপিটের খবর জেনে উদ্ধার ও ঠেকাতে স্বামী গাজী মাহমুদুূল হাসান গেলে তাকে বটি দিয়ে তোতা,সোহরাব কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে নগদ সাত হাজার টাকা ছিনিয়ে নেয়। স্বামী স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তাদেরকে ছেড়ে দিয়ে প্রাণ নাশের হুমকী দেয়। গুরুতর আহত অবস্থায় গাজী মাহামুুদুল হাসানকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
রাতদিন সংবাদ
- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত