- Advertisement -
যশোরের মণিরামপুর বাজারে প্রতিপক্ষের হামলায় রুহুল আমিন (৪০) নামে এক ব্যক্তি জখম হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি শহরের খালদার রোড এলাকার সবেদ আলী বিশ্বাসের ছেলে।
আহত রুহুল আমিন জানান, তিনি রংধনু ফুড কোম্পানি নামে একটি প্রতিষ্ঠানে চাকুরি করেণ। এক বছর আছে মণিরামপুর এলাকায় বাবলু নামে এক ব্যক্তি তার কোম্পানির ডিলারশিপ নিয়েছেন। বেশ কিছুদিন রংধনু ফুড কোম্পানি মণিরামপুর এলাকায় মালামাল সরবরাহ বন্ধ রেখেছে। বৃহস্পতিবার বিকাল পাঁচ টায় রুহুল আমিন মণিরামপুরে অফিসের কাজে গেছে বাবলু তাকে মনোয়ারা ক্লিনিকের নিচে রাত আট টা পর্যন্ত আটকে মারপিট করে। পরে স্থানয়ীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
রাতদিন সংবাদ
- Advertisement -