Thursday, November 14, 2024

যশোরে পূর্ব শক্রতার জেরে দুই ব্যবসায়ীকে মারপিটের অভিযোগে মামলা

- Advertisement -

পূর্ব শত্রুতার জেরে যশোরে দুই ব্যবসায়ীকে মারপিট ও টাকা ছিনতায়ের অভিযোগে কোতোয়ালী থানায় মামলা হয়েছে। যশোর সদর উপজেলার মোমিননগর নওদাগ্রামের নাসির উদ্দিনের ছেলে ব্যবসায়ী গোলাম সরোয়ার বাদী হয়ে রোববার এ মামলা করেন। মামলায় যশোর শহরতলী পালবাড়ীর আমিনের ছেলে ছোট হোসেন, ইদ্রিস, নিজার উদ্দিন মোল্যার ছেলে সৈয়দ আলীসহ অজ্ঞাতনামা ২/৩জ কে আসামি করা হয়েছে।
মামলায় বাদী উল্লেখ করেন, দির্ঘদিনধরে আসামিরা তাদের খুন জখমের হুমকি দিয়ে আসছিলো। তারজেরে রোববার সকাল সাড়ে ১০ টায় গোলাম সরোয়ার ও তার ভাই গোলাম মোস্তফা বাড়ি থেকে বের হয়ে যশোর শহরের হাট চান্নি ২ নং গলির দোকানের উদ্দেশ্যে যাচ্ছিলেন। মোমিন নগর নওদাগা গ্রামের মৃত্তিকা অফিসের সামনে পৌছালে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই ভাইকে গতিরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। গোলাম সরোয়ার প্রতিবাদ করায় ছোট হোসেনের হুকুমে সকল আসামীরা দুই ভাইকে হত্যার উদ্দেশ্যে মারপিট শুরু করে। ধারালো চাকু দিয়ে কোপ মারলে রক্তাক্ত জখম হয়। এ সময় গোলাম সরোয়ারের পকেটে থাকা নগদ ১৫ হাজার টাকা ছোট হোসেন কেড়ে নেয়। ছোট হোসেন গোলাম মোস্তফাকে ধারালো চাকু দিয়ে কোপ মারলে উক্ত কোপ ঠোটে লেগে রক্তাক্ত জখম হয়। দুই সহোদরের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে আসামীরা খুন জখমের হুমকী দিয়ে দ্রুত চলে যায়। গুরুতর জখম অবস্থায় দুই সহোদরকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে গোলাম মোস্তফাকে ভর্তি করা হয়। মামলাটি পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এসআই শহিদুল ইসলাম তদন্ত শুরু করেছেন বলে থানা সূত্র জানিয়েছে।

রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত