Wednesday, September 18, 2024

যশোরে পাওনা টাকা চাওয়ায় দোকানীকে অপহরণ করে চাঁদা আদায়ের অভিযোগে মামলা

সিগারেটের পাওনা টাকা চাওয়ায় একটি সংঘবদ্ধ দুস্কৃতিকারী তালাত মাহমুদ সাবু নামে এক চা সিগারেট দোকানীকে অপহরণ করা হয়েছে। পরে তাকে আটক রেখে ৫০ হাজার টাকা চাঁদাদাবি করে চক্রটি। একই সাথে ২২ হাজার ৯শ’ টাকা নিয়ে প্রাণ নাশের হুমকী দেয় তারা। এ ঘটনায় চার সন্ত্রাসীর নামে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিরা হচ্ছেন,যশোর শহরের কাজীপাড়া মসজিদের পাশের্ মৃত মনির হোসেনের ছেলে শামীম, কাজীপাড়ার আব্দুস সাত্তারের ছেলে রিয়াদ,আরবপুর এলাকার আব্দুল খালেকের ছেলে বিষে ও আরবপুর রেললাইনের পাশের্ সাগরসহ অজ্ঞাতনামা ৩/৪জন।
যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের তাইজুল ইসলামের ছেলে তালাত মাহমুদ সাবু মঙ্গলবার এ মামলা  করেন। তিনি মামলায় উল্লেখ করেন, গত ১২ সেপ্টেম্বর বিকেল ৩ টায় আসামি রিয়াদ তার শহরের কুইন্স হাসপাতালের সামনে চা দোকান থেকে ৩৭ হাজার ২শ’ টাকার সিগারেট বাকীতে নেয়।  সিগারেট নেওয়ার পর টাকা না দিয়ে তালবাহনা করার এক পর্যায় সোমবার ১৪ সেপ্টেম্বর বিকেলে রিয়াদ চা দোকান্দারকে পাওনা টাকা নেওয়ার জন্য মোবাইল ফোনে শহরের কাজীপাড়া চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডের সামনে সাতক্ষীরা ঘোষ ডেয়ারীর সামনে যেতে বলে। সেখানে বিকেল সাড়ে ৪ টায় পৌছালে হঠাৎ রিয়াদসহ উক্ত আসামীরা সাবুকে ইজিবাইকে জোর পূর্বক তুলে বালিয়া ভেকুটিয়া গ্রামের একটি পুকুর পাড়ে নিয়ে অবৈধভাবে আটক করে চাঁদা স্বরুপ ৫০ হাজার টাকা দাবি করে। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে মারপিট পূর্বক কাছে থাকা নগদ ৩ হাজার টাকা ছিনিয়ে নেয়। বার্মিজ চাকু ও ধারালো দা গলায় ও শরীরে ধরে তার মোবাইল ফোনের বিকাশে থাকা  ১০ হাজার টাকা তাদের মোবাইল বিকাশে বের করে নেয়। এর পর তাকে হত্যা করার হুমকী দিয়ে তালাত মাহমুদ সাবু তার মামা নূর ইসলামকে জানালে নুর ইসলাম তার মোবাইল ফোনের বিকাশ থেকে ৭ হাজার টাকা ও মাইক্যামের মাধ্যমে আরো ২ হাজার ১শ’ টাকা প্রদান করে । পরে সোমবার রাত ৯ টায় সাবুকে ছেড়ে দেয়। সাবু মুক্তি পাওয়ার পর  থানায় এসে মামলা করেন।
বিশেষ প্রতিনিধি
- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত