Saturday, September 14, 2024

যশোরে পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন

- Advertisement -

যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়ন-২২৭’র নির্বাচন স্থগিতের আদেশ প্রত্যাহার করার দাবি জানিয়েছেন সাংগঠনিক সম্পাদক প্রার্থী হারুনার রশিদ ফুলু। একইসাথে দ্রুত নির্বাচন দেওয়াসহ তিনদফা দাবি জানান তিনি। রোববার বেলা ১২টায় প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে উক্ত দাবি জানান এ শ্রমিক নেতা।সংবাদ সম্মেলনে অন্যান্যের উপস্থিত ছিলেন সভাপতিপ্রার্থী আজিজুল আলম মিন্টু, সাধারণ সম্পাদক প্রার্থী সেলিম রেজা মিঠু, সহসভাপতি প্রার্থী রতন অধিকারী, যুগ্ম সম্পাদক প্রার্থী মিন্টু গাজী, সহসাধারণ সম্পাদক প্রার্থী কামরুল ইসলাম, প্রচার সম্পাদক প্রার্থী মিজানুর রহমানসহ ৪৭ প্রার্থী। লিখিত বক্তব্যে তিনি বলেন, করোনার কারণে গত ২০ মার্চের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার মাত্র ৩৩ ঘণ্টা আগে স্থগিত করেন তৎকালীন জেলা প্রশাসক আশরাফ হোসেন। সেসময় ১৭টি পদে ৬৩ প্রতিদ্বন্দী দীর্ঘ চার মাস নয় হাজারের বেশি শ্রমিকদের মধ্যে প্রচারসহ শ্রম ও অর্থ ব্যয় করে। এরপর হঠাৎ নির্বাচন স্থগিতের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ’ শ’ পরিবহন শ্রমিক। ১৯ মার্চ পুলিশ সুপারের আহ্বানে জেলা প্রশাসকের সভাকক্ষে মতবিনিময় অনুষ্ঠিত হয়। করোনা পরিস্থিতি স্বাভাবিক ও লকডাউন প্রত্যাহার হলে নির্বাচন হবে বলে আশস্ত করেন উর্দ্ধতন কর্মকর্তারা। তবে, ইতিমধ্যে যশোর-৬, ঢাকা-১০, বগুড়া-১ আসনের উপনির্বাচন লাখো ভোটারের উপস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে পরিচালনা হয়েছে। এছাড়া আরও কয়েকটি আসনে নির্বাচন পরিচালনা কাজ চলমান। একারণে স্থগিত হওয়া পরিবহন সংস্থার নির্বাচন এখন সময়ের দাবি। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন দিতে জেলা প্রশাসকের কাছে আবেদন জানান এ শ্রমিক নেতা। একইসাথে, ২০ বছর ধরে অবহেলিত শংকরপুরের বাসটার্মিনাল সংস্কারের দাবি জানান। বলেন, প্রতি বছর পৌরসভার কোষাগারে ৬০ লাখ টাকা জমা হলেও বাসটার্মিনালে সংস্কার কাজ হয়না। বর্তমানে নানা সমস্যায় জর্জরিত এ টার্মিনাল বাসশ্রমিক ও যাত্রীদের জন্যে দুর্বিসহ হয়ে পড়েছে। এছাড়া, মণিহার থেকে মুড়লি দু’কিলোমিটার জরাজীর্ণ সড়কের দ্রুত সংস্কারের দাবি জানান তিনি।

রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত