- Advertisement -
যশোর সদর উপজেলার সুজলপুর গ্রামে স্বামীর উপর অভিমানে জান্নাতি ফেরদৌস (২০) নামে নববধূ আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের সোহেল রানার স্ত্রী। মৃতের স্বজন সূত্র জানায়, তিন মাস আছে সদর উপজেলার দায়তলা গ্রামের মহম্মদ আলীর মেয়ে জান্নাতির সাথে সুজলপুর গ্রামের রং মিস্ত্রী সোহেল রানার বিয়ে হয়। বিয়ের পর থেকে প্রায় সময় জান্নাতি বাপের বাড়িতে থাকতো। বৃস্পতিবার সকালে আবারও বাপের বাড়ি যাওয়ার জন্যে বাইনা করে জান্নাতি। স্বামী সোহেল রানার জানান এখন হাতে তার কাজের চাপ রয়েছে। কিছুদিন পর স্ত্রীকে বাপের বাড়িতে নিয়ে যাবেন। এতে, স্বামীর উপর অভিমান করে গলায় ফাঁস দেয় জান্নাতি। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভির রাতে তার মৃত্যু হয়।
রাতদিন সংবাদ
- Advertisement -