Tuesday, September 10, 2024

যশোরে নতুন উদ্যোক্তাদেরকে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

রোববার যশোরে শিল্প সহায়ক কেন্দ্র কর্তৃক নতুন উদ্যোক্তাদেরকে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। পাঁচ দিনব্যাপী এই প্রশিক্ষণ চলবে আগামী ১৭ই সেপ্টেম্বর পর্যন্ত। সকাল সাড়ে ৯টায় প্রশিক্ষণার্থীদেরকে নিয়ে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে প্রশিক্ষণের উদ্বোধন করেন ফরিদা ইয়াসমিন,উপ-মহাব্যবস্থাপক(ভারপ্রাপ্ত),শিল্প সহায়ক কেন্দ্র, বিসিক,যশোর। উক্ত প্রশিক্ষণে অংশ নিয়েছেন ২৫ জন নতুন উদ্যোক্তা। প্রশিক্ষণার্থীদেরকে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন(বিসিক)-এর উপরে একটি ডকুমেন্টারি ভিডিও দেখানো হয়। এই প্রশিক্ষণের মাধ্যমে তারা বেকারত্ব হ্রাস,
আত্মনির্ভরশীলতা অর্জনের কৌশলসমূহ,সফল উদ্যোক্তা হবার কৌশলসহ স্বনির্ভর দেশগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। এছাড়া এই প্রশিক্ষণের মাধ্যমে তারা ব্যাংক ঋণের খুঁটিনাটি বিষয়গুলো জানতে পারবেন। এটি ছিল ২০২০-২১ অর্থবছরের প্রথম প্রশিক্ষণ কোর্স,পরবর্তীতে এ ধরনের আরও সাতটি প্রশিক্ষণের আয়োজন করা হবে। এখানে প্রশিক্ষণ নিয়ে আজ অনেকেই সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে স্বাবলম্বী করতে পেরেছেন।অনুষ্ঠানে সফল উদ্যোক্তাগণ উপস্থিত থেকে তাদের মূল্যবান মতামত প্রকাশ করেন। প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন  মোঃ শরিফুল ইসলাম, ম্যানেজার, অগ্রণী ব্যাংক লিঃ(ঝুমঝুমপুর শাখা, যশোর)।প্রশিক্ষণের সঞ্চালনা করেন
 মোঃ আজহারুল ইসলাম,প্রমোশন অফিসার,
শিল্প সহায়ক কেন্দ্র,বিসিক,যশোর।
দেশ ও জাতিগঠনের দৃঢ় শপথের মাধ্যমে আগামী ১৭ই সেপ্টেম্বর বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন(বিসিক)-এর আঞ্চলিক পরিচালক জনাব কাজী মাহাবুবুর রশিদ কর্তৃক সনদ প্রদানের মধ্য দিয়ে প্রশিক্ষণের সমাপ্তি হবে।
রাতদিন সংবাদ
- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত