যশোর সদর উপজেলার রুপদিয়া জিরাট বোসপাড়ায় চাঁদার দাবিতে এক ব্যবসায়ীর বাড়িতে হামলা এবং দোকানে লুটের অভিযোগে দুই সহদরের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়েছে। আসামিরা হলো, চাউলিয়া বিশ্বাস পাড়ার জয়নাল বিশ্বাসের দুই ছেলে সাকিল বিশ্বাস (২৮) এবং আশিক বিশ্বাস (২০)।
জিরাট বোসপাড়ার ব্যবসায়ী অশোক কুমার রায় থানায় দায়েরকরা এজাহারে উল্লেখ করেছেন, রুপদিয়া বাজারে তার রায় স্টোর নামে একটি মুদি দোকান আছে। গত এক মাস ধরে বিভিন্ন স্থানে তার কাছে টাকা দাবি করে আসছে। টাকা না দিলে খুন জখমের হুমকি দেয়। গত ৯ আগস্ট বিকেলে দুই ভাইসহ অজ্ঞাত ৩/৪ জন তার দোকানে যায় এবং চাকু দেখিয়ে হুমকি দিয়ে দোকান থেকে ৫ বস্তা চাল, ১৫ লিটার তেল, বিভিন্ন প্রকার সাবান, ডিটারজেন্ট পাউডার, সিগারেট এবং ক্যাশ বাক্সে রাখা ৫৭ হাজার টাকা নিয়ে যায়। যাওয়ার সময় হুমকি দেয় যে-কাউকে বললে খুন করে দেয়া হবে।
এই ঘটনার পর গত ১৬ আগস্ট ফের ওই দোকানে যায় এবং অস্ত্র দেখিয়ে হুমকি দেয়। এর আগে গত ২৮ জুলাই রাত সাড়ে ৯টার দিকে তার বাড়িতে গিয়ে খোঁজ করে। তাকে না পাওয়ায় ঘরের মধ্যে ঢোকে। এবং তার মা অনীমা বালার একটি সোনার চেইন নিয়ে যায়। তিনি বিষয়টি স্থানীয় লোকজনকে জানান। কোন প্রতিকার না পেয়ে থানায় মামলা করেন।
যশোরে দুই ভায়ের বিরুদ্ধে চাঁদাবাজি ও লুটপাটের অভিযোগে মামলা
- Advertisement -
- Advertisement -