Tuesday, September 10, 2024

যশোরে দারাজের নাম ভাঙিয়ে বিকাশে টাকা হাতানো চক্রের তিন সদস্য আটক

- Advertisement -

ভূয়া ওয়েবসাইট ব্যবহার করে অনলাইন শপ দারাজের নাম ভাঙিয়ে বিকাশের মাধ্যমে  টাকা হাতিয়ে নেওয়ার চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাবের একটি চৌকসদল। বৃহস্পতিবার দিনব্যাপী অভিযান চালিয়ে গোপন সূত্রে খবর পেয়ে তাদেরকে গ্রেফতার করে। এ সময় তাদের দখল হতে ৩টি ল্যাপটপ,১টি মনিটর,১টি সিপিইউ, ৫টি মোবাইল ফোন ও ১টি মোটর সাইকেল উদ্ধার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, যশোর সদর উপজেলার হামিদপুর দক্ষিণপাড়ার আনোয়ার হোসেনের ছেলে শাহরিয়ার আজম ওরফে আকাশ (২০), একই উপজেলার চাঁদপাড়া গ্রামের মশিয়ার রহমানের ছেলে মুশফিকুর রহমান ও হামিদপুর পশ্চিম পাড়ার আব্দুল লতিফের ছেলে আহসান কবীর রনি।
খুলনা লবনচরা র‌্যাব-৬ এর ষ্পেশাল কোম্পানীর পুলিশ পরিদর্শক আব্দুল মতিন জানান, গ্রেফতারকৃতরা ভূয়া ওয়েবসাইট ব্যবহার করে দারাজ  অন লাইন শপ থেকে কেনা কাটার নামে বিকাশথেকে এই চক্রটি প্রতিনিয়ত হাজার হাজার টাকা অবৈধভাবে উপার্জন করতো। জনগনের টাকা প্রতারণার মাধ্যমে নিজেরা হাতিয়ে নিতেন।এমন গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সকাল থেকে অভিযান শুরু করে। এক পর্যায় বিকেলে শার্শা থানাধীন গোগা গাজীপাড়া এলাকা থেকে শাহরিয়ার আজম আকাশকে একটি মোটর সাইকেলসহ গ্রেফতার করে। আকাশ গ্রেফতার হওয়ার পর সে প্রতারণা ব্যাপারে সব কিছু স্বীকার করে। পরে তার দেখানো মতে চক্রের উক্ত দু’জনকে গ্রেফতার করে। এ সময় তাদের দখল হতে র‌্যাবের টিম ল্যাপটপ, মনিটর,সিপিইউ, মোবাইল ফোন উদ্ধার করে। এ ব্যাপারে শুক্রবার কোতয়ালি মডেল থানায় উক্ত তিন প্রতারকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়। পরে তাদেরকে শুক্রবার পুলিশ আদালতে সোপর্দ করে।

রায়হান উদ্দিন

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত