Saturday, September 14, 2024

যশোরে তুলা উন্নয়ন বোর্ড সহ পৃথক দুই স্থানে চুরি, আটক ২

যশোর অফিস
শহর ও শহরতলীতে এক বাড়িতে ও এক অফিসে চুরির ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। অফিসে চুরি করতে গিয়ে পুলিশের হাতে শাহীন ওরফে শামীম ও বাসা বাড়িতে সাইকেল চুরির অভিযোগে শাহীন নামে অপর এক চোর গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত শাহীন ওরফে শামীম যশোর শংকরপুর নতুন টার্মিনালের পাশের্ রবিউল ইসলাম ওরফে বাবুল ওরফে রবির ছেলে এবং শাহীন শহরতলী আরিফপুর মৎস্য অফিসের পিছনে রফিকুল ইসলামের ছেলে ও বোন সাথীর বাড়িতে থাকে।
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার সুলতানপুর গ্রামের বতৃমানে যশোর প্রধান তুলা উন্নয়ন বোর্ড নতুন উপশহর মহিলা কলেজ সংরগ্ন মৃত শাহজাহান মন্ডলের ছেলে কুতুব উদ্দিন মঙ্গলবার ১৪ জুলাই সকালে কোতয়ালি মডেল থানায় উক্ত গ্রেফতারকৃত আসামী মোঃ শাহীন ওরফে শামীমের বিরুদ্ধে দায়েরকৃত এজাহারে বলেছেন, ১৩ জুলাই সোমবার বিকেল ৫ টায় তুলা উন্নয়ন বোর্ডের সকল কর্মকর্তা ও কর্মচারীরা দরজা বন্ধ করে যে যার বাড়িতে চলে যায়। কুতুব উদ্দিন তুলা উন্নয়ন বোর্ড অফিসের পাশের্ এক বাড়িতে ভাড়া থাকে। সোমবার দিবাগত গভীর রাতে ১৪ জুলাই গভীর রাত ৩ টায় তুলা উন্নয়ন বোর্ডের দ্বিতীয়তলার দরজা ভাঙ্গার শব্দ শুনে কুতুব উদ্দিন কর্তব্যরত ৪র্থ শ্রেনীর কর্মচারী নিরাপত্তা প্রহরী আব্দুস সালামকে ডাক দেয়। আব্দুস সালাম ভবনের দ্বিতীয়তলার অফিসের দরজা খোলা দেখে বাইরে থেকে বন্ধ করে দেয়। চোর ভিতর থেকে ছুটোছুটির এক পর্যায় বাথরুমের ভেন্ডিলেটর ভেঙ্গে পালাবার চেষ্টা করে। অফিসের মধ্যে চোর রয়েছে নিশ্চিত জেনে কোতয়ালি মডেল থানায় খবর দিলে থানা থেকে এসআই ইদ্রিসুর রহমান ও উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই এইচএমএ লতিফ উক্ত অফিসে এসে দরজা খুলে ভিতরে চোর শাহীন ওরফে শামীমকে গ্রেফতার করে। এ সময় শামীমের কাছ থেকে নগদ ২লাখ ৪৬ হাজার টাকা উদ্ধার করে। উক্ত টাকা কৃষকের জন্য রাখা হয়েছিল বলে বাদী তার এজাহারে বলেছেন। শামীম গ্রেফতার হওয়ার পর স্বীকার করে তার সাথে অজ্ঞাতনামা আরো ৩ জন ছিল। অফিসের ফাইল কেবিটেনের ৫টি চাবি পাওয়া যায়। শামীম কিভাবে জানতে পারলো উক্ত অফিসে কৃষকের ২লাখ ৪৬ হাজার টাকা রয়েছে ও তার সাথে আর কারা জড়িত তাই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ইদ্রিসুর রহমান মঙ্গলবার শামীমকে আদালতে সোপর্দ করে আলাদা জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেছেন। অপরদিকে,যশোর শহরের দক্ষিণ কারবারা রোডস্থ রবিউল হকের ছেলে সাইফুল ইসলাম মঙ্গলবার ১৪ জুলাই সকালে কোতয়ালি মডেল থানায় অজ্ঞাতনামা চোর বা চোরদের বিরুদ্ধে দায়েরকৃত এজাহাওে বলেছেন,সোমবার রাত সাড়ে ১০ টায় দরজা বন্ধ কওে ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার ১৪ জুলাই ভোর ৫ টায় ঘুম থেকে উঠে দেখেন ঘরের সিড়ি ঘরের মধ্যে রাখা ক্যাপ্টেন হারকুলেস যার মূল্য ৮ হাজার টাকা নাই। এ ব্যাপারে কোতয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করলে মামলার তদন্তকারী কর্মকর্তা সকাল সাড়ে ১১ টায় আরবপুর মোড় এলাকা থেকে শাহীনকে গ্রেফতার করে। পরে শাহীন পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে স্বীকার করেন আরবপুর মাঠপাড়া ট্রেন লাইনের পাশের্^ কলাবাগানের মধ্যে চুরি করার সাইকেল রয়েছে। শাহীনের দেখানো মতে উক্ত চুরি যাওয়া বাইসাইকেল উদ্ধার করে।
রাতদিন সংবাদ
- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত