যশোরে তুচ্ছ ঘটনায় খালাতো ভাইকে ছুরিকাঘাতে জখম করেছে আরেক খালাতো ভাই। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার রাতে যশোর কোতয়ালী থানার মন্ডলগাতি গ্রামে। বর্তমানে তার অবস্থা অাশংকাজনক। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও অাটক নেই। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাতটার দিকে যশোরের মন্ডলগাতী গ্রামের মুক্তিযোদ্ধা কাওছার আলীর ছেলে আবুল হাসান(২৪) এর সাথে তার নিজস্ব ঘরে রাত ৭ টার দিকে চাঁচড়া রায়পাড়া রেলগেট এলাকার জলিলের ছেলে আপন খালাতো ভাই অভি (২৪) এর সাথে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে অভি তার খালাতো ভাই আবুল হাসানের পেটের ডান পার্শ্বে ছুরিঘাত করে। এতে আবুল হাসান গুরুতর রক্তাক্ত জখমপ্রাপ্ত হয়। আবুল হাসানের পরিবারের সদস্যরা তাকে দ্রুত যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিলো।
রাতদিন সংবাদ