Monday, September 16, 2024

যশোরে তিন বছরের নিজ শিশুকে যৌননিপীড়নের অভিযোগে বাবার বিরুদ্ধে চার্জশিট

- Advertisement -

তিন বছরের শিশু কন্যাকে যৌননিপীড়নের অভিযোগে এক পাষন্ড বাবার বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে যশোর নতুন উপশহর এলাকার এ ব্লকের ৩০৩ নং বাড়িতে। অভিযুক্ত আসামী ওই বাড়ির মালিক মৃত আশরাফ আলীর ছেলে ইশা। চার্জশীটে বাদীসহ ১১জনকে স্বাক্ষী করা হয়েছে। অভিযুক্ত ইশার স্ত্রী সুভা খাতুন গত ২৫ মার্চ কোতয়ালি থানায় স্বামী ইশার বিরুদ্ধে মামলা করেন। মামলায় তিনি উল্লেখ করেন, ইশার সাথে তার ১৫ সালের ৭ সেম্পম্বর বিয়ে হয়। বিয়ের পর ইশার ঔরশে একটি মেয়ে সন্তান হয়। তার বয়স সাড়ে ৩ বছর। ইশা বেকারীর মালামাল বিক্রি করে। গত ২৩ মার্চ দিবাগত রাত থেকে ২৪ মার্চ সকাল ১০ টার মধ্যে ইশা তার উক্ত শিশু মেয়ের যৌন নিপীড়ন করে রক্তাক্ত অবস্থা তৈরী করে বেকারীর মালামাল বিক্রি করতে বাড়ি হতে বের হয়। সকাল ১০ টার পর সুভা খাতুন ঘুম থেকে উঠে দেখে তার শিশু মেয়ের যৌনাঙ্গা দিয়ে রক্তপাত হচ্ছে। পরে তিনি তার বাড়ির ভাড়াটিয়াদের দেখে বিষয়টি জানান। পরবর্তীতে উপশহর পুলিশ ক্যাম্পে খবর দিয়ে ২৬ মার্চ পুলিশ ইশাকে গ্রেফতার পূর্বক আদালতে সোপর্দ করা হয়।

বিশেষ প্রতিনিধি

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত