- Advertisement -
বিশেষ প্রতিনিধি
তাঁড়িসহ তিন যুবককে আটক করেছে তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা। বুধবার রাতে সদর উপজেলার তালবাড়িয়া খালপাড়া গ্রামের কাঠ বাগানের মধ্যে থেকে তাদেরকে গ্রেফতার করে। এরা হচ্ছে, তালবাড়িয়া গ্রামের জিন্নাত আলীর ছেলে বছির আলী,তালবাড়িয়া চিনেডাঙ্গা গ্রামের মৃত ইসাহাক আলীর ছেলে শাহিনুর রহমান,তালবাড়িয়া (মালিহাট) গ্রামের শহিদুল্লাহর ছেলে পলাশ হোসেন। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় বৃহস্পতিবার গভীর রাতে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের এএসআই ওবির উদ্দিন জানান, বুধবার ১ জুলাই রাত ১০ টায় গোপন সূত্রে খবর পেয়ে তালবাড়িয়া খালপাড়া গ্রামের ফজলে সরদার এর কাঠ বাগানের ভিতর থেকে বছির আলী,শাহিনুর রহমান ও পলাশ হোসেনকে ৩ লিটার তাঁড়ীসহ গ্রেফতার করে। তাদেরকে কোতয়ালি মডেল থানায় সোপর্দ করে মামলা দায়ের করে।
- Advertisement -