যশোরে শহর তরুণ লীগ নেতা শামিম হোসেন(১৮) নাামে এক সদস্যকে অপহরন কারীরা অপহরনে পরে পিটিয়ে জখম করা হয়েছে৷ পরে পুলিশ তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে এনে ভর্তি করে৷ শনিবার সন্ধার দিকে বাড়ির সামনে থেকে ১৪/১৫জন তাকে অপহরন করে নিয়ে যায়৷ পরে পুলিশ খবর পেয়ে শহরের খড়কী এলাকার পীর বাড়ির পিছনের বাগান থেকে উদ্ধার করে৷ আহত তরুণ লীগ নেতা শামীম শহরের খড়কী এলাকার আব্দুল জলিলের ছেলে৷ আহত শামীম জানায়,শনিবার সন্ধার দিকে বাড়ির সামনে দাড়িয়ে ছিলো৷ এসময় একই এলাকার মানু,মনিরুল,রিন্টু,রফিক,শফিক,
রাতদিন সংবাদ