Wednesday, September 18, 2024

যশোরে তরুনলীগ নেতাকে অপহরণ করে মারপিট

- Advertisement -

যশোরে শহর তরুণ লীগ নেতা শামিম হোসেন(১৮) নাামে এক সদস্যকে অপহরন কারীরা অপহরনে পরে পিটিয়ে জখম করা হয়েছে৷ পরে পুলিশ তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে এনে ভর্তি করে৷ শনিবার সন্ধার দিকে বাড়ির সামনে থেকে ১৪/১৫জন তাকে অপহরন করে নিয়ে যায়৷ পরে পুলিশ খবর পেয়ে শহরের খড়কী এলাকার পীর বাড়ির পিছনের বাগান থেকে উদ্ধার করে৷ আহত তরুণ লীগ নেতা শামীম শহরের খড়কী এলাকার আব্দুল জলিলের ছেলে৷ আহত শামীম জানায়,শনিবার সন্ধার দিকে বাড়ির সামনে দাড়িয়ে ছিলো৷ এসময় একই এলাকার মানু,মনিরুল,রিন্টু,রফিক,শফিক,মস্ত,লিপ্টন,সবুজ,রিফাত,সুমন,শফিকুল,সাইফুলসহ ২/৩ জন তাকে অপহরন করে নিয়ে যায়৷ এরপর তাকে খড়কী পীর বাড়ির পিছনের বাগানে নিয়ে মারপিট করে৷ মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়৷ পরে পুলিশ যেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে এনে ভর্তি করে৷ কসবা ফাঁড়ির এ এস আই উজ্জাল জানান,স্থানিয় দের খবরের ভিত্তিতে আমার সঙ্গিয় ফোর্স সহ আহত অবস্থায় শামীমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি৷ এঘটনাই সন্ধেহ জনক দুই জনকে আটক করা হয়েছে৷

রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত