- Advertisement -
যশোরে ট্রেনের ধাক্কায় জনি হোসেন (৩০) নামে এক মানসিক প্রতিবন্ধী নিহত হয়েছেন। শুক্রবার (২৫সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরতলীর খয়েরতলা এলাকায় এদুর্ঘটনা ঘটে। নিহত মানসিক প্রতিবন্ধী শহরতলীর ধর্মতলা এলাকার শেখ ফিরোজের ছেলে।
নিহতের ভাই রকি হোসেন জানান, জনি একজন মানসিক প্রতিবন্ধী বাড়ির কাউকে কিছু না বলে শহরতলীর খয়েরতলা এলাকায় যায়। শুক্রবার সন্ধ্যার দিকে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) ইদ্রিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এই ঘটনায় থানায় জিডি হয়েছে। জিডি মুলে তার ময়না তদন্ত সম্পন্ন হয়েছে।
রাতদিন সংবাদ
- Advertisement -