যশোর ডিবি পুলিশ অভিযান চালিয়ে ২৯৩ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। জব্দ করেছে একটি ট্রাক। ট্রাকের চালক বেনাপোল পোর্ট থানার সাদীপুর গ্রামের মৃত নূর ইসলামের ছেলে আজিজুর রহমানকে আটক করেছে। তবে এসময় একই গ্রামের সালাম ও আব্দুল আলীম মোল্যা পালিয়ে যায়। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) যশোর পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সালাউদ্দিন শিকদার এ তথ্য জানান।সংবাদ সম্মেলনে জানানো হয়, যশোর ডিবি পুলিশের ইনচার্জ সৌমেন দাশের নেতৃত্বে এসআই আব্দুল মালেক সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে যশোর বেনাপোল সড়কের গাজীর দরগা ফিলিং স্টেশনে চেক পোষ্ট বসান। এসময় মৌলভী বাজার ট ১১-০০১৭ নম্বর একটি ট্রাককে থামাতে সংকেত দিলে চালক অভারটেক করে পালানোর চেষ্টা করে। পুলিশ তাদের পিছনে ধাওয়া করে যশোর ঝিনাইদহ সড়কের পালবাড়ি খয়েরতলা মোড়ে বেরিকেড দিয়ে ট্রাকটি দাড় করায়। ট্রাক চালক আজিজুর রহমানকে জিজ্ঞাসাবাদ করলে ট্রাকের অতিরিক্ত টায়ারের মধ্যে ২৯৩ বোতল ফেনসিডিল আছে বলে স্বীকার করেন। এসময় সালাম ও আব্দুল আলীম মোল্যা নামে দুজন পালিয়ে যায়। পুলিশ তাদেরকে আটকের চেষ্টা করছে।
সংবাদ সম্মেলনে ডিবি পুলিশের ইনচার্জ সৌমেন দাশ, এস আই মালেকসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
রাতদিন সংবাদ