Saturday, September 14, 2024

যশোরে জ্ঞানের মেলা মানব কল্যাণ সংস্থার বিনামুল্যে গাছের চারা ও মাস্ক বিতরণ

- Advertisement -

যশোরে স্বেচ্ছাসেবী সংগঠন জ্ঞানের মেলা মানব কল্যাণ সংস্থার উদ্যোগে বিনামুল্যে গাছের চারা ও মাস্ক বিতরণ করা হয়। সংগঠনটির প্রধান কার্যালয়ে শুক্রবার বিকালে সদরের ঝুমঝুমপুর গ্রামে ১৫০টি পরিবারকে সিডলেস লেবুর চারা বিনামূল্যে বিতরণ করা হয়। সেই সাথে ২০০ জনকে মাস্ক দেওয়া হয়। এ সময় সংগঠনটির সহ সভাপতি মিলন হোসেন বলেন, ভিটামিন সি এর ঘাটতি পুরনে লেবুর বিকল্প নেই। বর্তমান করোনা পরিস্থিতিতে করোনা মোকাবেলায় মাস্ক ব্যবহার করা বাধ্যতামুলক। তাই আমরা সংগঠনের পক্ষ থেকে মাস্ক ও চারা দিচ্ছি । করোনা পরিস্থিতি না যাওয়া পর্যন্ত আমাদের মাস্ক বিতরণ অব্যাহত থাকবে। সকলকে অনুরোধ করছি সব সময় মাস্ক ব্যবহার করুন। এসময় মিলন আরও বলেন, মানুষের কল্যাণে আমরা এই স্লোগানকে বুকে ধারন করে ২০১৫ সাল থেকে সদস্যদের মাসিক চাঁদার বিনিময়ে আমরা মানুষের কল্যাণে কাজ করছি। এবার করোনা কালীন সময়ে ৫০০জনকে ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। বিনামূল্যে রক্তেগ্রুপ নির্নয়, চিকিৎসা সেবা প্রদান, ঈদ সামগ্রী বিতরণ, বৃক্ষ রোপন, বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করছি।সংগটনকে এগিয়ে নিতে আপনাদের দোয়া ও সহযোগীতা চাই।গত ৩জুলাই সংগঠনের মাধ্যমে আমরা বাঘারপাড়ার বলরামপুর গ্রামে ১৫০টি পরিবারকে বিনামূল্যে মাল্টা চারা দিয়েছিলাম। এ সময় উপস্থিত ছিলেন ফারুক হোসেন, রফিকুল ইসলাম, আব্দুল জলিল, আরিফা জাহান, বাবুল ইসলাম, শেখ মো. ইব্রাহিম, সেলিম হোসেন,শরীফ হোসেন, শহিদুল ইসলাম, মুস্তাফিজুর রহমান মুস্তাক, রুপালী বেগম, জাহিদুল ইসলাম, নজরুল ইসলাম, টিপু গাজী, ইজাজুল হক, সোহেল রানা, আলাউদ্দীন, শরীফুল ইসলাম, শাকিল শেখ প্রমূখ।

রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত