Monday, September 16, 2024

যশোরে জামাইয়ের মৃত্যুর সংবাদ শুনে শশুরের মৃত্যু

- Advertisement -

জামাতার মৃত্যুসংবাদ শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন শ্বশুর। রোববার রাতে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। জামাতা আব্দুল্লাহ আল মামুন (৩০) যশোর শহরের ঝুমঝুমপুরে স্কুলপাড়ার শহর আলীর ছেলে এবং শ্বশুর আব্দুল খালেক (৭০) সদর উপজেলার সুলতানপুর পূর্বপাড়ার বাসিন্দা। মামুন যশোর শহরের ‘চৌধুরী গোল্ড’ নামে একটি সোনার দোকানে চাকরি করতেন।মামুনের বন্ধুরা জানান, শ্বশুর আব্দুল খালেক দীর্ঘদিন নানা রোগে আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে তার শ্বাসকষ্ট ও অ্যাজমা বেড়ে গেলে রোববার (১৯ জুলাই) রাত আটটার দিকে জামাই আব্দুল্লাহ আল মামুন অক্সিজেনের সিলিন্ডার নিয়ে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। যশোর-নড়াইল রোডের নীলগঞ্জ ব্রিজ পার হওয়ার সময় একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে দুর্ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।পুলিশ মামুনের লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। শ্বশুরের জন্য অক্সিজেনের সিলিন্ডার নেওয়ার পথে মামুনের মৃত্যুর সংবাদ পৌছুলে আব্দুল খালেক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনজুরুল ইসলাম খোকন হৃদরোগে আক্রান্ত হয়ে বৃদ্ধ আব্দুল খালেক মারা গেছেন বলে নিশ্চিত করেছেন।

রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত