জমি দখলের প্রতিবাদ করায় প্রতিবেশী সন্ত্রাসীরা এলোপাতাড়ী মারপিটসহ নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি যশোর সদর উপজেলার পার এড়েন্দা। মামলায় আসামী করা হয়েছে ৫জনসহ অজ্ঞাতনামা ৪/৫জন। আসামীরা হচ্ছে, পার এড়েন্দা গ্রামের ফজের আলীর ছেলে পারভেজ, মৃত আব্দুল লতিফের ছেলে ফজের আলী, ইসমাইল হোসেনের ছেলে হজেল করিম ওরফে বড় খোকন, হজেল করিম ওরফে বড় খোকনের ছেলে ইমরান ও ইমন।
সদর উপজেলার পার এড়েন্দা গ্রামের মৃত কুদ্দুস মোড়লের ছেলে আসাদ মঙ্গলবার রাতে কোতয়ালি মডেল থানায় দায়েরকৃত এজাহারে বলেছেন, আসামীদের সাথে পৈত্রিক ৫৮ শতাংশ সম্পত্তি দখল নিয়ে পূর্ব শত্রুতা চলে আসছিল। আসামীরা গত ৪ মে বিকেল ৫ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত আসাদের পৈত্রিক সম্পত্তি দখল করে রাস্তা তৈরী করে। আসাদ বাধা নিষেধ করলে ফজের আলীর হুকুমে তার ্পর হামলা চালিয়ে সকল আসামীরা বেধড়ক মারপিট করে। এ সময় আসাদের পকেটে থাকা নগদ ৭৭ হাজার টাকা কেড়ে নেয়। আসাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে প্রাণ নাশের হুমকী দিয়ে চলে। গুরুতর আহত অবস্থায় আসাদকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ৪ মে সন্ধ্যারাত থেকে ৯ মে পর্যন্ত আসাদ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। চিকিৎসা শেষ বাড়িতে এসে আলাপ আলোচনা করে হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ হামলার সাথে জড়িত এজাহার নামীয় আসামী কাউকে গ্রেফতার করতে পারেনি।
বিশেষ প্রতিনিধি