Monday, November 11, 2024

যশোরে ছেলের বউকে কু- প্রস্তাবের প্রতিবাদ করায় সন্ত্রাসীদের হামলা, মারপিট

- Advertisement -

ছেলের বউকে উত্যক্তসহ কু- প্রস্তাবের প্রতিবাদ করায় চিহ্নিত সন্ত্রাসীরা সদর উপজেলার চাঁচড়া হঠাৎ পাড়ার এক বাড়িতে হামলা চালিয়ে মারপিট লুটপাটের অভিযোগে কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। মঙ্গলবার রাতে চাঁচড়া হঠাৎ পাড়ার হামলার শিকার মিজানুর রহমানের স্ত্রী সিমি বেগম বাদি হয়ে প্রতিবেশী ৫ সন্ত্রাসীর বিরুদ্ধে মামলা করেন। মামলায় আসামীরা হচ্ছে, একই এলাকার খলিলুর রহমানের ছেলে আরিফ, হালিমের ছেলে মারুফ, একই এলাকার রফিকুল, আলমগীর হোসেনের ছেলে শামিম ও শংকরপুর পশু হাসপাতালের পাশের্^ রানার ছেলে রাহুলসহ অপ্সাতনামা ১০/১২জন।
সিমি বেগম দায়েরকৃত এজাহারে বলেছেন, তার ছেলে বউ রিমা (১৯)কে আরিফ উত্যক্তসহ কু-প্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টির ব্যাপারে রিমা স্বামীসহ শশুর ও শাশুরীদের জানিয়ে দেয়। তারা আরিফ ও তার পরিবারকে বিষয়টি বাধা নিষেধ করে। এতে আরিফসহ উক্ত আসামীরা ক্ষিপ্ত হয়ে উঠে। গত ২৮ আগষ্ট বিকেল সাড়ে ৫ টায় উক্ত আসামীরা বাড়িতে অকথ্য ভাষায় গালিগালজ করতে থাকে। বিষয়টি প্রতিবাদ জানাতে স্বামী মিজানুর রহমান ও ছেলে আল আমিন এগিয়ে আসলে আসামীরা আল আমিনকে চাকু মারে ও মিজানুর রহমানকে লোহার রড দিয়ে আঘাত করে জখম করে। এসময় ঘরে থাকা নগদ ৬৩ হাজার টাকা ৮ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। আহতরা চিৎকার দিলে স্থানীয় লোকজন এগিয়ে আসলে আসামীরা দ্রুত সটকে পড়ার সময় প্রাণ নাশের হুমকী দিয়ে চলে যায়। মিজানুর রহমান ও আল আমিনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থা খারাপ হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকগন।

রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত