যশোর নগর ছাত্রদলের আয়োজনে শ্রমজীবী মানুষের মাঝে মাস্ক ও সাবান বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় জেলা জেলা বিএনপির কার্যালয়ের সামনে কর্মসূচী পালন করা হয়। যশোর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পির পরিচালনায় কর্মসূচীতে অংশ নেন নগর যুবদলের সিনিয়র যুগ্ন সম্পাদক নাজমুল হোসেন বাবুল, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমীর ফয়সাল, এইচ ড্যাবের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রফিকুল ইসলাম রতন, যুবদলের যুগ্ন সম্পাদক রবিউল ইসলাম রবি, সহ-সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত, সহ-সাংগঠনিক সম্পাদক তৌহিদুর ইসলাম কুহিন। এসময় আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি তানভীর রায়হান তুহিন, সাবেক সাংগঠনিক সম্পাদক বেঞ্জির বিশ্বাস, নগর ছাত্রদল নেতা জেলা ছাত্রদলের সাবেক সহ-ক্রিয়া বিষয়ক সম্পাদক সুমন আহম্মেদ, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ কায়সার ইস্তি,আকাশ মোল্লা,সাদ্দাম হোসেন, নিয়াজ মাহমুদ শিশিরপ্রমুখ।
রাতদিন সংবাদ