- Advertisement -
যশোর-নড়াইল সড়কের ছাতিয়ানতলা সরদার ফিলিং স্টেশন অদূরে সড়ক দুর্ঘটনায় ৩ জন গুরুতর আহত হয়েছে। তবে, এদের পরিচয় এখনো পাওয়া যায়নি। গুরুতর অবস্থায় তাদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়েছে। সূত্র জানায়,শনিবার দুপুর ২ টার দিকে ছাতিয়ানতলা সরদার ফিলিং স্টেশনের সামনে দু’মটরসাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে, দু’মটরসাইকের তিন আরহী আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যমেক হাসপাতালের ভর্তি করে। জরুরি বিভাগের ডাক্তার আহমেদ তাকের শামস্ জানান, এদের মধ্য একজনের অবস্থা গুরুতর। অন্য দু’জনের আঘাত গুরুতর নয়। আহতদের পুরুষ সার্জারি ওয়ার্ডে পাঠানো হয়েছে।
বিস্তারিত আসছে…..
- Advertisement -