কম মূল্যে ফেনসিডিল কিনে বেশী দামের আশায় বেনাপোল সীমান্ত থেকে সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় পাচারকালে একটি চালান উদ্ধার করেছে র্যাবের চৌকস দল। শুক্রবার রাতে যশোর চাঁচড়াস্থ যশোর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সামনে যশোর গামী প্রাইভেট কার তল্লাশী চালিয়ে র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা ৪শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এসময় প্রাইভেটকার চালকসহ তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, যশোরের শার্শা উপজেলার শ্যামলাগাছী গ্রামের শামসুর রহমানের ছেলে রুবেল, একই থানার যাদবপুর গ্রামের মনিরের ছেলে প্রাইভেট কারের চালক মহাসিন ও শার্শা উপজেলার উত্তর বুরুজ বাগান গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে আলী হোসেন। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ গ্রেফতারকৃত তিনজনকে শনিবার দুপুরে আদালতে সোপর্দ করেছে।
র্যাব-৬ যশোর ক্যাম্পের ডিএডি পুলিশ পরিদর্শক ওহিদুল ইসলাম জানান, শুক্রবার রাতে আইন শৃঙ্খলা উন্নয়নে টহল ডিউটি করাকালে গোপন সূত্রে খবর পান নাভানের দিক হতে একটি প্রাইভেট কারে ফেনসিডিল বহন করে যশোরের দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৯ টার পর যশোর বেনাপোল সড়কের চাঁচড়া গ্রামের যশোর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সামনে অবস্থান ন্যায়। বেনাপোলের দিক হতে একটি এ্যাশ রংয়ের প্রাইভেট কার (ঢাকা মেট্টো গ-১৩-৩২৫৪) নাম্বারের প্রাইভেট কারটি চাঁচড়া অতিক্রম করার পূর্বে ওৎপেতে থাকা র্যাবের টিম থামার সংকেত দেয়। প্রাইভেট কার র্যাবের সংকেত পেয়ে থামানোর সাথে সাথে প্রাইভেক কারের চালকসহ তিনজন নেমে দ্রুত পালানোর চেষ্টা করে। র্যাবের চৌকস টিম তিনজনকে গ্রেফতার করে। পরে উক্ত প্রাইভেট কারের পিছনে থাকা দু’টি প্লাস্টিকের বস্তায় ২শ’ বোতল করে ৪শ’ বোতল ফেনসিডিল জব্দ করেন। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে তারা জানান তারা র্দীঘদিন সীমান্ত এলাকা থেকে কম মূল্যে ফেনসিডিল কিনে বেশী দামের আশায় দেশের বিভিন্ন জেলায় নিয়ে বিক্রী করে থাকে।
রাতদিন সংবাদ