Saturday, September 14, 2024

যশোরে চকলেট কিনতে এসে যৌন নিপীড়নের শিকার ৮ বছরের শিশু

চকলেট বিস্কুট দেওয়ার প্রলোভন দিয়ে শিশুকে (৮)  মুদি দোকানদার  আমিরুল ইসলাম (৪০) যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ আমিরুল ইসলাম  গ্রেফতার করে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করেছে। সে যশোর সদর উপজেলার কাশিমপুর ইনউনিয়নের দৌলত দিহি গ্রামের মৃত লিয়াকত আলী মন্ডলের ছেলে।
নিপীড়নের শিকার শিশুটির বাবা বাদী হয়ে বুধবার বিকেলে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় তিনি উল্লেখ করেন, মাদ্রাসার দ্বিতীয় শ্রেনীতে লেখাপড়া করা (৮) শিশুটি বাড়ির পাশে আমিরুল ইসলাম মন্ডলের মুদী দোকান থাকায় সে চকলেট,বিস্কুট ও কোমল পানীয় কেনা কাটার জন্য উক্ত দোকানে যায়। গত ২৫ আগষ্ট মঙ্গলবার সকাল ১০ টায় শিশু বালিকা উক্ত দোকানে চকলেট ও বিস্কুট কেনার জন্য আমিরুল ইসলাম মন্ডলের দোকানে যায়। দোকানের সামনে বন্ধ থাকায় দোকান্দার আমিরুল ইসলাম শিশুটিকে দোকানের পিছনের দরজা দিয়ে আসতে বলে। চকলেট বিস্কুট দেওয়ার কথা বলে পিছনের দরজা দিয়ে শিশুটি যাবার সাথে সাথে আমিরুল ইসলাম শিশুকে কোলে জোরপূর্বক তুলে চুমু খেতে শুরু করে। এক পর্যায় শিশুটিকে দুই রানের মধ্যে জোরে চেপে ধরে শিশুটি শরীরে হাত বুলাতে থাকে। শিশুটি ছেড়ে দেওয়ার জন্য চিৎকার দেওয়ার এক পর্যায় শিশুটির মাতা দ্রুত দোকানে এসে পিছনের দরজা দিয়ে ঢুকে দেখেন দোকান্দার আমিরুল ইসলাম শিশুটিকে জোরপূর্বক কোলে রেখে চুমু খাচ্ছে। শিশুটিকে জোরপূর্বক ছাড়িয়ে নিয়ে যায়। শিশুটির মা তার বাবাকে বললে সন্ধ্যায় উক্ত আমিরুল ইসলামকে ২/১ কথা গোপনে বলতে গেলে আমিরুল ইসলাম উল্টো ক্ষেপে যায়। গালিগালাজ করতে থাকে। উপায়ূন্তর না দেখে শিশুটির বাবা কোতয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ বুধবার লম্পট আমিরুল ইসলামকে গ্রেফতার করে। শিশুটির ডাক্তারী পরীক্ষা ও ২২ ধারার জবানবন্দি বৃহস্পতিবার সম্পন্ন করা হয়েছে। আমিরুল ইসলামকে আদালতে সোপর্দ করা হলে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন আদালতে বিজ্ঞ বিচারক।
রাতদিন সংবাদ
- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত